পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ কিছুক্ষণ পরেই বাংলাদেশের বুকে এএফসি কাপের (AFC CUP) ম্যাচ খেলতে সেই দেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। গত কয়েকদিন আগে প্রথম লেগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে সেই ম্যাচে প্রায় গোটা সময় বাগান ফুটবলাররা দাপিয়ে বেড়ালেও শেষ মুহূর্তে এসে গোল খেয়ে যায় দল। অর্থাৎ এগিয়ে থেকে ও ম্যাচ ড্র করতে হয় সবুজ-মেরুনকে। যা প্রচন্ড হতাশ করেছিল সকলকে।
পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে একই কথাই বলেছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে আজ নিজেদের সমস্ত ভুল শুধরে নিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য মেরিনার্সদের। কিন্তু নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা দল যে ব্যাপক শক্তিশালী হয়ে উঠবে সেটা ভালো মতোই বুঝতে পারছেন বাগানের হেডস্যার। সেজন্য, সবদিক বজায় রেখেই নিজেদের প্রথম একাদশ সাজিয়েছেন হুয়ান ফেরেন্দো।
এক নজরে দেখে নেওয়া যাক প্রথম একাদশ। প্রথা মেনেই আজ দলের তিন কাঠির দায়িত্বে থাকছেন তরুণ গোলরক্ষক বিশাল কাইথ। পাশাপাশি দলের অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে দলের রক্ষনভাগে থাকছেন অজি তারকা ব্রান্ডন হ্যামিল ও জাপানি তারকা হেক্টর ইউৎসে। সেইসাথে দলের মাঝমাঠের দায়িত্বে থাকছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। সেইসাথে দলের আপফ্রন্টে উইঙ্গার হিসেবে থাকছেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তাদের সাপোর্টে থাকছেন মরোক্কান তারকা হুগো বুমোস।
🚨 TEAM NEWS 🚨
Here’s our team vs Bashundhara Kings in today’s AFC Cup fixture! Joy Mohun Bagan! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/XnmI5xrpgy
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 7, 2023
উল্লেখ্য, এই ম্যাচের শুরুতে আপাতত রিজার্ভ বেঞ্চেই থাকছেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী তাকে মাঠে নামতে পারেন ফেরেন্দো। সেইসাথে জুনিয়র ফুটবলারদের মধ্যে থাকছেন সুমিত রাঠি , এঙ্গসন, নামতে, সুহেল ভাট ও রবি রানার মতো ফুটবলার।