AFC Cup: শুরু হয়ে গেল মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি

আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ব্লু স্টার। শ্রীলংকার এই দলটির বিরুদ্ধে বাগানের ম্যাচ…

AFC Cup

আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ব্লু স্টার। শ্রীলংকার এই দলটির বিরুদ্ধে বাগানের ম্যাচ নিয়ে উত্তেজনার খামতি নেই। কারণ এএফসি কাপের মতো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ আয়োজিত হতে চলেছে একেবারে নাকের ডগায়।

তাই যুবভারতীর গ্যালারিতে বসে এই ম্যাচ চাক্ষুষ করা এবং প্রিয় দলকে সমর্থন করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সর্মথকরা। যুবভারতীতে বসে সবুজ মেরুন পতাকা হাতে গলা ফাটানোর সুযোগ চলে এল সমর্থকদের সামনে। শুরু হয়ে গেল মোহনবাগান বনাম ব্লু স্টার ম্যাচের টিকিট বিক্রি।

   

বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছিল অনলাইনে টিকিট বিক্রি। এবার তা পাওয়া যাবে অফলাইনেও। আজ অর্থাৎ শুক্রবার থেকে মোহনবাগান ক্লাব তাঁবুতে গিয়ে ম্যাচের টিকিট কাটতে পারবেন সবুজ মেরুন জনতা। শুক্রবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তবে যারা শুক্রবার এই টিকিট কাটার সময় পাবেন না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই টিকিট পাওয়া যাবে শনিবারও। কাল অর্থাৎ শনিবার টিকিট বিক্রি শুরু হবে দুপুর ১২ টা থেকে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

ব্লু স্টারকে হারাতে পারলে ১৯ এপ্রিল এটিকে মোহনবাগানকে খেলতে হবে দক্ষিণ এশীয় প্লে অফে। সেই ম্যাচে তাদের মুখোমুখি হতে পারে বাংলাদেশের আবাহনী লিমিটেড। এই প্লে অফে খেলতে আবাহনীকে ১২ এপ্রিল সিলেটে মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে হারাতে হবে।

১৯ এপ্রিলের ম্যাচে জিততে পারলে এটিকে মোহনবাগান জায়গা পাবে মূলপর্বের ‘ডি’ গ্রুপে, যেখানে উঠে বসে রয়েছে গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া এসআরসি। গ্রুপ পর্বের এই ম্যাচগুলি হওয়ার কথা ১৮ মে থেকে। একে অপরের বিরুদ্ধে খেলার পরে গ্রুপের এক নম্বর দল ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। গত বারও এই স্তর পর্যন্ত উঠেছিল এটিকে মোহনবাগান। কিন্তু সফল হতে পারেনি।