AFC Cup Thriller: বসুন্ধরার বিপক্ষে এগিয়ে থেকেও ড্র মোহনবাগানের

Mohun Bagan vs Bashundhara Kings

নির্ধারিত সূচী অনুযায়ী গতকাল অর্থাৎ ২৪ তারিখ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। তাদের বিপক্ষে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করতে পারেননি কলকাতার এই প্রধান।

Advertisements

সম্পূর্ণ সময়ের ২-২ গোলের ব্যবধানে শেষ হয় ওই ম্যাচ। মোহনবাগান দলের হয়ে গোল করেন যথাক্রমে অজি তারকা দিমিত্রি পেট্রতোস ও আশিষ রাই।অন্যদিকে, বসুন্ধরা দলের জার্সিতে গোল পান ডোরি ও রবিনহো।

বলতে গেলে জেতা ম্যাচ হাতছাড়া হল কলকাতার এই প্রধানের। ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণ শানাচ্ছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যার ফল ও মেলে হাতেনাতে। ম্যাচের ঠিক ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন বাগানের ভরসাযোগ্য তারকা দিমিত্রি পেট্রতোস। তবে বেশিক্ষণ এগিয়ে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান বসুন্ধরা কিংসের দাপুটে ফুটবলার ডোরি। প্রথমার্ধের শেষে ১-১ থাকে ফলাফল। তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে বসুন্ধরা।

Advertisements

সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের ঠিক ৫৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আশিষ রাই। যারফলে, ২-১ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। কিন্তু তাতে ও খুব একটা স্বস্তি মেলেনি। ম্যাচের ঠিক শেষের দিকে ৭০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বসুন্ধরা দলকে সমতায় ফেরান রবিনহো।