AFC Cup: মোহনবাগানের বিশেষ উপহার, বিনামূল্যে দেখা যাবে বসুন্ধরা ম্যাচ

Mohun Bagan

আজ, মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হবে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। কয়েকদিন আগে বাংলাদেশের এই দলের ফুটবলারদের ভিসা জনিত বিবিধ সমস্যা দেখা দেওয়ার দরুণ এই ম্যাচ বাতিল হওয়ার কথা শোনা গেলেও, অবশেষে মিটেছে সেই সমস্যা। যারফলে, গতকাল দুইটি বিমানে করে আনা হয় সকল ফুটবলার সহ কোচিং স্টাফদের। তারপর বিকেলে শেষ অনুশীলন সেরে আজ সবুজ-মেরুনের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস।

বিদেশি ফুটবলারদের সংখ্যার নিরিখে কিছুটা হলেও এগিয়ে বসুন্ধরা কিংস। সবুজ-মেরুনে একদিকে যেমন ছয়জন বিদেশি। অন্যদিকে, বসুন্ধরায় রয়েছে মোট আটজন বিদেশি ফুটবলার। তবে গুণগতমানের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে মোহনবাগান। তবে অন্যান্য ক্ষেত্রে মোহনবাগান সুপারজায়ান্টস দলের তুলনায় বসুন্ধরা কিংস পিছিয়ে থাকলেও মাঝমাঠের দিক থেকে একে অপরকে টক্কর দিতে পারে সমানভাবে।

   

এছাড়াও ফিনল্যান্ডের এক রাইট ব্যাক রয়েছেন বাংলাদেশের এই ফুটবল দলে। এক্ষেত্রে খাতায় কলমে তাদের বিদেশি সংখ্যা সাতজন হলেও ফিনল্যান্ডের সেই তারকার কাছে বাংলাদেশের নাগরিকত্ব থাকায় মোট সংখ্যা দাঁড়িয়েছে আটজন। তাই এই ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে বাগানের ক্ষেত্রে।

এসবের মাঝেই এবার সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিশেষ উপহার রাখল মোহনবাগান ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, আজ ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এএফসি কাপের ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা। হ্যাঁ, ঠিক শুনেছেন। ঠিক এমনটাই ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফ থেকে। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন