AFC CUP: গত ২৪ তারিখ বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে প্রবল হতাশা ছিল সকলের মধ্যে। আসলে সেই ম্যাচ জিততে পারলে অনায়াসেই ইন্টার জোনাল সেমিতে নিজেদের পথ প্রশস্ত করতে পারত কলকাতার এই প্রধান।
তবে শেষ ম্যাচ ড্র করতে হলেও এখনো পর্যন্ত নিজেদের গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে বসুন্ধরা কিংস। যদিও তাদের সঙ্গে ৩ পয়েন্টের পার্থক্য রয়েছে। তবে সেমির ভাগ্য পুরোটাই নির্ভর করছে বাগান ফুটবলারদের উপরে।
পরিসংখ্যান বলছে, হুয়ান ফেরেন্দোর ছেলেরা যদি পরের দুই ম্যাচ থেকে তিনটি পয়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে অনায়াসেই পরবর্তী রাউন্ড অর্থাৎ জোনাল সেমিফাইনালে স্থান করে নিতে পারবে মোহনবাগান। এছাড়াও পরিসংখ্যান ভিত্তিক দেখলে টানা তিন ম্যাচ জিতলে সবাইকে পিছনে ফেলে এমনিতেই পরবর্তী রাউন্ডে চলে যাবে শুভাশিসরা।
সেক্ষেত্রে ৭ থেকে ১৬ হয়ে যাবে তাদের পয়েন্ট। যা অতিক্রম করা কারুর পক্ষেই সম্ভব হবে না। আবার যদি টানা দুটো ম্যাচ জেতার পাশাপাশি একটি ম্যাচ অমীমাংসিত থাকে, তাহলেও ১৪ পয়েন্ট নিয়ে জোনাল সেমিতে ঠাঁই পাবে গতবারের আইএসএল জয়ীরা।
তবে এই দুই সমীকরণ ছাড়াও আরও এক রাস্তা খোলা থাকছে বাগান ব্রিগেডের কাছে। এক্ষেত্রে ফিরতি ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানোর পাশাপাশি বাকি দুইটি ম্যাচ ড্র করলে এমনিতেই পরের রাউন্ডে উঠে যাবে বুমোসরা। কিন্তু সব ম্যাচে জয়ে পেয়েই মাঠ ছাড়তে চান হুয়ান ফেরেন্দো। তবে চিন্তায় রাখছে দলের একাধিক ফুটবলারদের চোট।