AFC Cup : বাগানের বিরুদ্ধে সেরা অস্ত্রকেই হয়তো হাতে পাচ্ছেন না আবাহনী কোচ

AFC Cup
অনুশীলনে ব্যস্ত আবাহনী (বামদিকে)এবং এটিকে মোহন বাগান (ডানদিকে)।

যুবভারতী ক্রীড়াঙ্গনে শুধু দুই দলের নয়, আজ মর্যাদা রক্ষার লড়াই আদপে দুই দেশের। এএফসি কাপ (AFC Cup) অভিযানের পরের ধাপে যাওয়ার জন্য মরীয়া এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) এবং ঢাকা আবাহনী (Abahani Dhaka Limited)। কলকাতার ক্লাবের বিরুদ্ধে হয়তো আক্রমণভাগের সেরা অস্ত্রকে পাবেন না আবাহনী কোচ মারিও লেমোসে। বাগান কোচ হুয়ান ফেরান্ডোও হয়তো পাচ্ছেন না সন্দেশ ঝিঙ্গানকে।

আবাহনীর অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ। কিন্তু তাঁর চোট রয়েছে। বাগানের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

   

আরও পড়ুন: AFC Cup : আবাহনীর বিরুদ্ধে অনিশ্চিত বাগান তারকা

এটিকে মোহন বাগান শিবিরেও রয়েছে চোট সমস্যা। কিছু দিন আগে জানা গিয়েছিল এখনও পুরোপুরি সেরে ওঠেননি রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলার সন্দেশ। তিনিও এদিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে না-ও নামতে পারেন। রয় কৃষ্ণা আগেই ফিরে গিয়েছেন দেশে। ভারতীয় ফরোয়ার্ডদের পাশাপাশি গোল করার দায়িত্ব থাকবে ডেভিড উইলিয়ামসের কাঁধে। এছাড়াও গোলের মধ্যে রয়েছেন জনি কাউকো।

AFC Cup
অনুশীলনে ব্যস্ত আবাহনী (বামদিকে)এবং এটিকে মোহন বাগান (ডানদিকে)।

গত ম্যাচে ওয়াকওভার পেয়ে গিয়েছিল আবাহনী। মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া দল পাঠাতে পারেনি বাংলাদেশে। তাই বিনা পরীক্ষায় সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধে আবাহনী। এটিকে মোহন বাগান পাঁচ গোল দিয়েছিল শ্রীলঙ্কার ব্লু স্টারকে। মাঠে নামার আগে থেকে চাপে ছিল দ্বীপরাষ্ট্রর দলটি। তাদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি তিরিদের।

এর আগে ২০১৭ সালে মুখোমুখি হয়েছিল এটিকে মোহন বাগান এবং ঢাকা আবাহনী। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করলেও কলকাতায় ৩-১ গোলে হেরেছিল আবাহনী। মাঝের কয়েক বছরে দুই দলেই এসেছে আমূল পরিবর্তন। বদলেছে খেলার ধরণ, বদলেছে ফুটবলার। তাই অতীতের সঙ্গে বহুলাংশে মিল নেই এই ম্যাচে। বাগান কোচের মতে ম্যাচটি ‘ফাইনাল’। আবাহনী কোচের কাছে ‘ফিফটি ফিফটি’ ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন