AFC Cup: মোহনবাগানকে বেগ দিতে পারেন এই গোলমেশিন

মোহন বাগান সুপার জায়ান্টের অংকে রয়েছে AFC প্রতিযোগিতা (AFC Cup)। টুর্নামেন্টে থাকা অন্য দলের ভাবনাতেও রয়েছে কলকাতার অন্যতম প্রধান এই দল।

Cornelius Stewart

মোহন বাগান সুপার জায়ান্টের অংকে রয়েছে AFC প্রতিযোগিতা (AFC Cup)। টুর্নামেন্টে থাকা অন্য দলের ভাবনাতেও রয়েছে কলকাতার অন্যতম প্রধান এই দল। AFC প্রতিযোগিতায় ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড। তাদের ভাবনাতেও রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট।

Advertisements

সব ঠিকঠাক চললে, দুই দলই প্রাথমিক হার্ডল অতিক্রম করতে পারলে মুখোমুখি হতে পারে এই দুই ক্লাব। মোহন বাগান সুপার জায়ান্টের মতো ঢাকা আবাহনী দলটিও রীতিমত সমীহ জাগানো মতো। তাদের স্কোয়াডে রয়েছে এক ঝাঁক তারকা। শক্তিশালী বিদেশি ব্রিগেড ক্লাবের অন্যতম সম্পদ। AFC প্রতিযোগিতায় ফের নজর টানতে পারেন Cornelius Stewart। প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য ঢাকা আবাহনী তাকে লোনে নিজেদের স্কোয়াডে সামিল করেছে। সেন্ট ভিনসেন্ট এর এই ফুটবলার আন্তর্জাতিক স্তরে ভালো গোল গেটার হিসেবে পরিচিত।

এশিয়ান ফুটবল সম্পর্কে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। মেজিয়া, সেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নজর কেড়েছিলেন সম্প্রতি। বয়স ৩৩ বছর হলেও এখনও রয়েছে গোল করার মতো ধার। ফর্মে থাকলে যে কোনো দলের ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে Cornelius Stewart এর। ঢাকা আবাহনীর বিদেশি ব্রিগেড এমনিতেও শক্তিশালী। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে যুক্ত করার মাধ্যমে দলের আক্রমণভাগের শক্তি বেড়েছে কয়েক গুণ। ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন Cornelius Stewart।

Advertisements

অন্য দিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় ম্যাচে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। স্কোয়াডে নামীদামী ফুটবলাররা থাকলেও গড়ে ওঠেনি বোঝাপড়া। রয়েছে ফিটনেস নিয়ে প্রশ্ন। আগামী বুধবার থেকে AFC অভিযানে নামবে ক্লাব। হাতে সময় খুব কম। এরই মধ্যে নিজেদের আরও গুছিয়ে নিতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে।