আজ কঠিন পরীক্ষার মুখে মোহন বাগান সুপার জায়ান্ট। AFC প্রতিযোগিতায় (AFC Cup Challenge) বাগানের বিরুদ্ধে মেজিয়া। খাতায় কলমে মোহন বাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকলেও মেজিয়ার রয়েছে টানা অপরাজিত থাকার রেকর্ড।
মালদ্বীপের ক্লাব মেজিয়ার বিগত ম্যাচগুলোর ফলাফল:
১) মেজিয়া ৩-১ বসুন্ধরা কিংস
২) মেজিয়া ৩-০ সুপার ইউনাইটেড স্পোর্টস
৩) মেজিয়া ২-২ ঈগলস
৪) মেজিয়া ২-০ বুরু
৫) মেজিয়া ৬-০ টিসি স্পোর্টস
৬) মেজিয়া ৩-০ সুপার ইউনাইটেড স্পোর্টস
৭) মেজিয়া ৫-০ গ্রিন স্ট্রিটস
৮) মেজিয়া ৭-২ ইউনাইটেড ভিকট্রি
৯) মেজিয়া ৫-০ ঈগলস
১০) মেজিয়া ৪-০ ইউনাইটেড ভিকট্রি
১১) মেজিয়া ১-০ ডে গ্রান্ডে
১২) মেজিয়া ৫-০ টিসি স্পোর্টস
১৩) মেজিয়া ১০-০ সুপার ইউনাইটেড স্পোর্টস
১৪) মেজিয়া ১-০ ভ্যালেন্সিয়া
১৫) মেজিয়া ২-০ গ্রিন স্ট্রিটস
১৬) মেজিয়া ৩-২ সুপার ইউনাইটেড স্পোর্টস
১৭) মেজিয়া ৪-০ টিসি স্পোর্টস
উপরোক্ত পরিসংখ্যান ইন্টারনেট থেকে প্রাপ্ত। তবে সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধে আগে পরাজিত হয়েছিল মালদ্বীপের এই শক্তিশালী ক্লাব। AFC কাপের গ্রুপ পর্যায়ের ৫-২ গোলে জিতেছিল বাগান। গোল করেছিলেন জনি কাউকো, রয় কৃষ্ণা, কার্ল ম্যাক হিউ এবং শুভাশিস বসু। মোহন বাগান সুপার জায়ান্টের বর্তমান স্কোয়াডে কাউকো, কৃষ্ণা, ম্যাক হিউ নেই। বিদেশি ব্রিগেড অনেকটা বদলেছে। খাতায় কলমে আগের থেকে অনেক বেশি শক্তিশালী কলকাতার অন্যতম প্রধান ক্লাব। ২৪ মে ২০২২ সালের ম্যাচের ফর্ম আজকেও দেখা যাবে বলে বাগান সমর্থকরা নিশ্চই আশা করবেন।