AFC Cup : গোকুলামের পর বসুন্ধরার কোচও ‘অপমান’ করলেন বাগানকে!

AFC Cup : এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে বসুন্ধরা কিংসের (Basundhara Kings) ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগের হেভিওয়েট দলকে নিয়ে বেশি ভাবছেন না কোচ…

AFC Cup : গোকুলামের পর বসুন্ধরার কোচও 'অপমান' করলেন বাগানকে!

AFC Cup : এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে বসুন্ধরা কিংসের (Basundhara Kings) ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগের হেভিওয়েট দলকে নিয়ে বেশি ভাবছেন না কোচ অস্কার ব্রুজন। বরং বাগানের দুর্বলতার কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে।

প্রতিপক্ষ এটিকে মোহন বাগান সম্পর্কে বসুন্ধরা কোচ বলেছেন, ‘ম্যাচের প্রথম তিরিশ মিনিট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টা আমরা একটু দেখে খেলতে চাইছি। এরপর পরিকল্পনা অনুযায়ী ম্যাচে থাকবো।’

সংবাদ মাধ্যমে তিনি আরও বলেছেন, ‘ এটিকে মোহন বাগান এখনও পুরোপুরি ছন্দে নেই। ওদের রক্ষণে সমস্যা রয়েছে। কোচের পরিকল্পনা আরও কার্যকর করতে হবে। আমার বিশ্বাস বাগান কোচ তাঁর দলের সমস্যাগুলো খুঁজে বের করেছেন।’

Advertisements

এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে হেরে গিয়েছিল এটিকে মোহন বাগান। বুধবার ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এক প্রকার আগুন ঝরিয়েছেন গোকুলাম কেরালার কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত। ‘ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হলফ করে বলতে পারি যে এটিকে মোহন বাগানের তুলনায় আই লিগে অবনমনের সঙ্গে লড়াই করা রিয়াল কাশ্মীর আমাদের বিরুদ্ধে অনেক ভালো খেলেছিল। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এ’টা দেখতে চাই। এটাই সত্যি’, বক্তব্য ভিন্সেঞ্জোর।