HomeSports NewsAFC Cup : ব্লু স্টারকে হারাতে পারলে বাগানের পরের প্রতিপক্ষ কে, জেনে...

AFC Cup : ব্লু স্টারকে হারাতে পারলে বাগানের পরের প্রতিপক্ষ কে, জেনে নিন

- Advertisement -

সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ (AFC Cup)। ম্যাচ হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করবে কলকাতার দল। অন্য দিকে ঠিক হয়ে গিয়েছে পরের পর্বে যোগ্যতা অর্জন করা দলের নাম।

এএফসি কাপের প্রাক-বাছাই পর্বে মঙ্গলবার বাংলাদেশের আবাহনী ক্লাবের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মালদ্বীপের ক্লাব সিলেটে আসচে বলে জানা গিয়েছে। ফলে নিয়ম অনুযায়ী সরাসরি পরের পর্বে চলে গেল আবাহনী। বাংলাদেশ ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সংবাদ।

   

আবাহনীর বিরুদ্ধে মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবের ম্যাচ হওয়ার কথা ছিল। আর্থিক সংকটের কারণে বাংলাদেশে দল পাঠানো সম্ভব হয়নি বলে মনে করা হচ্ছে। সরকারী খাতায় ম্যাচ বাতিল ‘অনিবার্য কারণবশত’ ।

ভালেন্সিয়া না আসায় ম্যাচ না খেলেই প্লে-অফ নিশ্চিত হয়েছে আবাহনীর। আগামী ১৯ এপ্রিল তাদের পরের ম্যাচ। এটিকে মোহন বাগান বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার ম্যাচে বিজয়ী দল মুখোমুখি হবে বাংলাদেশের ক্লাবটির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular