এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্ব শুরু করার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বাকি তিন দলের থেকে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন হুগো বুমুস। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে সমীহ করছেন তিনি।
এটিকে মোহন বাগানের সঙ্গে আরও তিনটি দল রয়েছে গ্রুপে – গোকুলাম কেরালা, বসুন্ধরা কিংস ও মেজিয়া স্পোর্টিং রিক্রিয়েশন। কেরালার দলটি সদ্য আই লিগ জিতেছে। টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম এবং রেকর্ড সংখ্যক ম্যাচে ছিল অপরাজিত। বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবল লিগের খেতাব জয়ের দাবিদার। আর মেজিয়া মালদ্বীপের হেভিওয়েট দল।
মেজিয়াকে এটিকে মোহন বাগান আগেও হারিয়েছে। তবে এবার তাদের ফর্ম যেন আরও দুর্ধর্ষ। দেশের মাটিতে গোলের বন্যা বইয়ে দিয়েছে তারা।
মে মাসের ১০ তারিখে তারা খেলেছিল গ্রীন স্ট্রিটসের বিরুদ্ধে। জিতেছিল ৪-০ গোলে। ৬ মে, ইউনাইটেড ভিক্টোরির বিরুদ্ধে মেজিয়া জিতেছিল ৭-১ গোলে। তার আগে ডে গ্র্যান্ড এর বিরুদ্ধে ৫-০ গোলে জয়। ১৭ এপ্রিল ভ্যালেন্সিয়াকে ১৩ গোল।