
AFC Cup : যুবভারতী ক্রীড়াঙ্গনে তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ঢাকা আবাহনীর বিরুদ্ধে অপ্রতিরোধ্য এটিকে মোহন বাগান। ডেভিড উইলিয়ামসের জোড়া গোল। দাপিয়ে বেড়াচ্ছেন লিস্টন কোলাসো , মনভীর সিং।
বিরতির আগেই (AFC Cup) দুই গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহন বাগান। ডেভিড উইলিয়ামস একাই করেছেন গোল দুটি। মাঠে ফিরে ছন্দে লিস্টন কোলাসো।
ম্যাচ শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মধ্যে লক্ষ্য ভেদ করে দলকে এগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার। পরের গোল ৩০ মিনিটের মাথায়।
চোট সমস্যায় সাময়িক ভুগেছিলেন লিস্টন। মাঠে ফিরেই বোঝাচ্ছেন ভালো খেলার জন্য কতটা ক্ষুধার্ত ছিলেন তিনি। মনভীরও ভালো খেলছেন।
এরই মধ্যে গোল শোধ করে ফেলেছেন ঢাকা আবাহনী। ম্যাচের বয়স যখন ৬১ মিনিট তখন এক গোল শোধ করেছেন আবাহনীর কোস্টারিকার জাতীয় দলে খেলা ড্যানিয়েল কলিন্ড্রেস।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










