AFC Cup : প্রথম ম্যাচে বাগানের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই তারকারা

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) শুরু হয়ে গিয়েছে এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সদ্য আই লিগ…

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) শুরু হয়ে গিয়েছে এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সদ্য আই লিগ জয়ী গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। দক্ষিণ ভারতীয় এই দলের একাধিক ফুটবলারের দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের। বাগানের অন্দরেও নিশ্চই চলছে অংক কষা।

Advertisements

এটিকে মোহন বাগানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে পারেন:-

   

জিথিন এমএস

চলতি মরশুমের আই লিগের সেরা মিডফিল্ডারের সম্মান পেয়েছেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগে থেকে তাঁর নাম চর্চায় রয়েছে। ফুটবল প্রেমীরা চাইছেন বাগানের বিরুদ্ধেও ভালো খেলুক জিথিন। 

এমিল বেনি

গোকুলাম কেরালাকে চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছেন এমিল। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নির্ধারক ম্যাচে করেছিলেন জয়সূচক গোল। মাঝমাঠে যথেষ্ট দখল রাখতে পারেন। অ্যাসিস্ট এবং গুরুত্বপূর্ণ পাস বাড়ানোর ব্যাপারে রয়েছে মুন্সিয়ানা। 

লুকা ম্যাজসেন

সলভেনিয়ার গোলমেশিন। আই লিগে ১২ ম্যাচে করেছেন ১৩ গোল। এক সময় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ছিলেন সবার আগে। গোল করার পাশাপাশি আক্রমণ গড়ার ক্ষেত্রেও তিনি পারদর্শী। 

জর্ডাইন ফ্লেচার

গোকুলাম কেরালার আরও এক বিপজ্জনক ফুটবলার। ১৩ ম্যাচে করেছেন ৯ গোল। ২৩ বছর বয়সী জামাইকানকে আটকাতে বেগ পেতে পারে এটিকে মোহন বাগানের রক্ষণভাগ।