এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ইস্ট জোনের খেলার সময়সূচি

AFC Champions League

বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League) টু-এর পূর্বাঞ্চলের রয়েছে পাঁচটি ম্যাচ। দুপুর ৩টের সময় গ্রুপ এইচ-এর দক্ষিণ কোরিয়ার ইওনবুক হুন্ডাই মোটরসের মুখোমুখি হবে থাইল্যান্ডের মুয়াংথং ইউনাইটেড। বিকেল ৫ টার সময় গ্রুপ ই-এর ফিলিপাইন্সের কায়া এফসির সঙ্গে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি এফসির। এছাড়া সন্ধ্যা ৭ টার সময় রয়েছে তিনটি ম্যাচ, গ্রূপ এফ-এর দুটি এবং গ্রুপ এইচ-এর একটি।

Advertisements

গ্রুপ এফ-এর থাইল্যান্ডের পোর্ট এফসির সঙ্গে খেলা রয়েছে সিঙ্গাপুরের লায়ন সিটি সাইলর্সের সঙ্গে এবং চিনের জহেজিয়াং এফসির মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার পের্সিভ।

   

পাশাপাশি ২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্যায়ের ম্যাচে ইরানের ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। যদিও ইরানের বর্তমান পরিস্থিতির জন্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাব্রিজে যায়নি বাগান শিবিরের কোন ফুটবলারই। যদিও এএফসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয় , এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃত ভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।পুরো বিষয়টি নথিভুক্ত করে এএফসি-র সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।পর্যালোচনা করে সময় মতো জানানো হবে পরবর্তী পদক্ষেপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements