গত কয়েক সপ্তাহ আগেই এএফসি চ্যাম্পিয়নস (AFC Champions League) লিগ টায়ার টুয়ের প্রথম ম্যাচ খেলেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে গোলশূন্য ফলাফলে শেষ হয়েছিল সেই খেলা। পরবর্তীতে ট্র্যাক্টর এফসির ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল জোসে মোলিনার ছেলেদের। কিন্তু গত কয়েকদিন ধরেই সেই অ্যাওয়ে ম্যাচ খেলতে ইরান যাওয়া নিয়ে দেখা দিয়েছে একাধিক সমস্যা। আসলে পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি থাকায় আগের থেকে যথেষ্ট অশান্ত ইরান।
যারফলে বর্তমানে সেখানে গিয়ে ম্যাচ খেলা একেবারেই অসম্ভব মনে করছে সবুজ-মেরুন। তাই দলের সকল ফুটবলারদের পাশাপাশি সাপোর্টিং স্টাফেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এএফসির কাছে বিশেষ চিঠি দিয়েছে ময়দানের এই প্রধান। যেখানে উল্লেখ করা হয়েছে সেই দেশের গোটা পরিস্থিতির কথা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শনিবার আইএসএলের তৃতীয় ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। ফুটবলারদের ভিসা সহ রয়েছে আরও একাধিক বিষয়।
তাই রবিবার রাতেই শহরে ফেরার পরিকল্পনা নেওয়া হয় ম্যানেজমেন্টের তরফে। এক্ষেত্রে ও যথেষ্ট ঝক্কি পোহাতে হচ্ছে সকলকে। আসলে হঠাৎ করে পরিকল্পনায় বদল আসায় পৃথকভাবে খেলোয়াড়দের ফেরাতে হচ্ছে শহরের বুকে। এক কথায় তা এক নতুন সমস্যা। তবুও দলকে ইরানে পাঠানোর ঝুঁকি নিতে নারাজ বাগান ম্যানেজমেন্ট। কিন্তু তবুও এই ম্যাচ খেলার আসা ছাড়ছে না ময়দানের এই প্রধান।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এএফসির কাছে চিঠি দিয়ে ২রা অক্টোবরের এই ম্যাচটি অন্য একটি ভেন্যুতে আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে তাঁদের তরফে। কিন্তু খুবই অল্প সময় রয়েছে এই ম্যাচের আগে। তাই আদৌ সেটা সম্ভব কিনা তা এখনই বলা মুশকিল। তবুও এএফসির উপর আস্থা রাখা ছাড়া আর কোনও উপায় নেই সবুজ-মেরুনের কাছে।