HomeSports Newsকড়া শাস্তির মুখে পড়তে চলেছে মোহনবাগান!

কড়া শাস্তির মুখে পড়তে চলেছে মোহনবাগান!

- Advertisement -

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League) টু-এর গ্রূপ পর্যায়ের ম্যাচে ২ অক্টোবর, আজ ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে মাঠে নামার কথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের তাব্রিজে ইমান স্টেডিয়ামে। যদিও ইরানে যায়নি সবুজ-মেরুণ শিবিরের কোচ কিংবা কোন ফুটবলারই।

ইতিমধ্যে ইরানের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাগান শিবিরের ৩৫ জন ফুটবলার তাঁদের স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানান, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান যাওয়া সম্ভব নয়। মোহনবাগানের তরফে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় এএফসি-সহ বিদেশ মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। একইসঙ্গে আবেদন করা হয়েছিল ম্যাচের দিন অথবা স্থান পরিবর্তন নিয়ে।

   

মঙ্গলবার নির্ধারিত সূচি মেনেই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ট্র্যাক্টর এসসির কোচ। তারপরই কয়েক ঘণ্টার মধ্যেই এএফসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয় , এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃত ভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।পুরো বিষয়টি নথিভুক্ত করে এএফসি-র সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।পর্যালোচনা করে সময় মতো জানানো হবে পরবর্তী পদক্ষেপ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ম্যাচ না খেলার জন্য কি শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টকে।

কী শাস্তি হতে পারে? এদিনের ম্যাচে বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতা থেকে বিরাট অঙ্কের জরিমানা হতে পারে। এমনকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাগান শিবিরকে নিষেধাজ্ঞা করা হতে পারে বলে জানা গিয়েছে । এমনকি এশীয় পর্যায়ের সব ধরনের প্রতিযোগিতা থেকেও নির্বাসিত করা হতে পারে মোহনবাগানকে। ইতিমধ্যে মঙ্গলবারই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular