এলিট লিগ শুরুর আগেই জোড় ধাক্কা, গুরুতর অসুস্থ রোনাল্ডো

Cristiano Ronaldo

নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাত থেকেই এএফসি এলিট লিগের (AFC Champions League Elite) অভিযান শুরু করবে আল নাসের। প্রথম ম্যাচেই তাঁদের মুখোমুখি হতে হবে ইরাকের শক্তিশালী ফুটবল ক্লাব আল শার্তার বিপক্ষে। পূর্বে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই দলকেই পরাজিত করেছিল আল নাসের‌। সেবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার আর সেই সুযোগ নেই। এলিট লিগের প্রথম থেকে রোনাল্ডোকে পাবে না সৌদির এই ফুটবল ক্লাব।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার গভীররাতে সেই নিয়েই বিশেষ বিবৃতি জারি করা হয়েছিল ক্লাবের তরফে। যেখানে বলা হয় বর্তমানে যথেষ্ট অসুস্থ রয়েছেন এই পর্তুগিজ তারকা। যারফলে অন্তত টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁকে পাবে না দল। এছাড়াও সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীর ক্রমশ খারাপ হয়ে উঠছিল। পরবর্তীতে জানা যায় তিনি এক ধরনের সংক্রমিত রোগের কবলে পড়েছেন। তবে চিকিৎসকের পরামর্শ তিনি বাড়িতে রয়েছেন। তাই দলের সঙ্গে ম্যাচ খেলতে ইরাক যাচ্ছেন না।

   

তাঁর অনুপস্থিতি কিছুটা হলেও হতাশ করবে সমর্থকদের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নেশনস লিগে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ছিলেন তিনি। এক কথায় যা নজীরবিহীন ঘটনা বিশ্ব ফুটবলে। সেই ম্যাচে একাধিক গোলের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত একটি মাত্র করতে সক্ষম থেকেছিলেন শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচে নুনো মেন্ডেজের সহায়তায় অনবদ্য ভলি থেকে বল জালে জড়িয়ে রেকর্ড গড়েছিলেন সিআর সেভেন।

এই অনবদ্য পারফরম্যান্সের পর এলিট লিগে তাঁর উপর ভরসা রেখেছিল আল নাসের। কিন্তু তাঁর আগেই বিপত্তি। শেষ মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে দুরন্ত সক্রিয়তা দেখালে ও চূড়ান্ত সাফল্য মেলেনি। তারপর এবার এশিয়ার সেরা হওয়ার হাতছানি থাকলেও সংক্রমণের কবলে পড়ে টুর্নামেন্টে অনিশ্চিত হয়ে পড়লেন এই তারকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন