কীভাবে হবে আইএসএল? এএফসির কাছে রিপোর্ট চাইল ফেডারেশন

jamshedpur-fc-isl-participation-confirmed

গত কয়েক মাস পর্যন্ত অনিশ্চয়তার অন্ধকারে ডুবে ছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026)। আদৌ এই টুর্নামেন্ট আয়োজিত হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক সংশয়। তবে বর্তমানে বেশ কিছুটা বদলেছে পরিস্থিতি। সর্বভারতীয় ভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ এর সঙ্গে দফায় দফায় ক্লাব জোটের বৈঠকের পর জট খুলতে শুরু করেছে এবার। এমনকি এবারের এই বৈঠকে অংশ নিয়েছে কলকাতা ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মনে করা হচ্ছে সব ঠিকঠাক এগোলে নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই হয়তো শুরু হবে আইএসএল। তবে এবার হয়তো হবে অন্য ফরম্যাটে।

Read More: ফুটবল থেকে অবসর কাভানির, এবার নতুন ভূমিকায়?

   

এছাড়াও এবার হয়তো থাকছে না হোম বা অ্যাওয়ে ম্যাচ। নির্বাচিত ভেন্যু গুলিতে হয়তো অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। এক্ষেত্রে টুর্নামেন্টের ১৪ টি দলকে। ইস্ট এবং ওয়েস্ট অর্থাৎ দুইটি বিভাগে বিভক্ত করে রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত হতে চলেছে দেশের প্রথম ডিভিশন লিগ। এক্ষেত্রে টুর্নামেন্টের দুইটি গ্রুপ থেকে চারটি করে দল পৌঁছবে নকআউট রাউন্ডে। তারপর সিঙ্গেল লেগে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল। এক্ষেত্রে বিজয়ী দল সর্বোচ্চ পনেরোর কাছাকাছি ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে পরবর্তীতে সেটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য মনোনীত হবে কিনা সেটাই দেখার।

Read More: দেশের সর্বোচ্চ লিগে অংশগ্রহণ নিশ্চিত জামশেদপুরের

এই পরিস্থিতিতে উঠে আসছে আরেক তথ্য। শোনা যাচ্ছে, এবার ঠিক কিভাবে আয়োজিত হবে ভারতবর্ষের প্রথম সারির ফুটবল লিগ, সেই গোটা পরিকল্পনাটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানানোর নির্দেশ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। অর্থাৎ এএফসি। বলতে গেলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সিদ্ধান্তের দিকেই এবার নজর থাকবে প্রত্যেকের। সেই সাথে ব্যাপকভাবে উঠে আসছে সম্প্রচার মাধ্যমের বিষয়টি। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন