কিছু দিনের অপেক্ষা মাত্র। তারপরেই এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার (AFC Asian Cup Qualifiers) ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২৫ শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী ভারতের সঙ্গে। ফিফার তালিকা অনুযায়ী প্রতিবেশী দেশের তুলনায় তাঁরা অনেকটা পিছিয়ে থাকলেও সেইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ জাভিয়ের ক্যাব্রেরা। বরং নিজেদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে ব্লু-টাইগার্সদের পরাজিত করতে মরিয়া বাংলাদেশ ফুটবল দল।
তাই পরিকল্পনা অনুযায়ী অনেক আগেই নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়ে সৌদি আরবের বুকে গোটা দলকে প্রস্তুত করেন বাংলাদেশ ফুটবল দলের কোচ। এমনকি দলকে আরও শক্তিশালী করে তুলতে এবার যুক্ত করা হয়েছে সেই দেশের বংশদ্ভুত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে। পূর্বে দলের সঙ্গে সৌদিতে অনুশীলনে থাকতে না পারলেও দিনকয়েক আগেই ইংল্যান্ড থেকে নিজের দেশে ফিরেছেন ইপিএল খেলা এই তারকা ফুটবলার। বর্তমানে তাঁকে নিয়েই মাতোয়ারা সেই দেশের সকল গনমাধ্যম থেকে শুরু করে আপামর ফুটবলপ্রেমীরা। কিন্তু তিনি একানন।
Also Read | শিলংয়ের ময়দানে মালদ্বীপের তিন তারকার দিকে নজর রাখতে হবে ব্লুটাইগার্সদের
তপু বর্মনদের সাথে এবার যুক্ত হয়েছিলেন ইতালিয়ান লিগ খেলা ফুটবলার ফাহমিদুল ইসলামকে। বর্তমানে সেই দেশের চতুর্থ ডিভিশন লিগের ক্লাব অলবিয়া ক্যালসিওর সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। খেলে ফেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল বাংলাদেশের ফুটবল দলকে। শেষ দুইটি প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক ও করেছিলেন এই তরুণ ফুটবলার। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল প্রতিবেশী দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু ছন্দপতন হয় জাতীয় দল দেশে ফেরার সময়। জানা যায়, বাংলাদেশ ফুটবল দল থেকে নাকি বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে।
তাই দলের অন্যান্য ফুটবলাররা দেশে ফিরলেও ইতালি ফেরত চলে গিয়েছেন সেই ফুটবলার। তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করে সেই দেশের ফুটবল অনুরাগীরা। যদিও তাঁকে ছাটাই করার কারণ হিসেবে ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল পর্যাপ্ত অভিজ্ঞতার পাশাপাশি কোচের পরিকল্পনার সাথে মানিয়ে নিতে না পারার সমস্যা। যদিও সেইসব খুব একটা বিশ্বাস করতে নারাজ সমর্থকরা। তাই গত মঙ্গলবার এই গোটা ঘটনাটির প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন ফুটবলপ্রেমীরা। বিক্ষোভ দেখানো হয় জাতীয় দলের ফুটবলারদের অবস্থান করা হোটেল চত্বর। এই নিয়েই বর্তমানে সরগরম সেই দেশের ফুটবল মহল।