সিরিয়া ম্যাচে নামার আগে ভারতের জন্য ভালো খবর। চিন হেরে গিয়েছে। ভারত জিতলে চিনের তুলনায় থাকবে বেশি পয়েন্ট। বাড়বে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) পরের পর্বে যাওয়ার সম্ভাবনা।
AFC কাপের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছিল চিন। কাতারের পক্ষে ম্যাচে শেষ হয়েছে ১-০ গোলে। হাসান আলির বিশ্ব মানের গোলে হয়েছে ম্যাচের ফয়সালা। প্রতিযোগিতায় একটিও গোল না করে বিদায় নিল চিন। অন্যতম সহজ বিভাগে ছিল তাদের দল।
চিন এই ম্যাচে জিতলে পেতে পারত ৩ পয়েন্ট, আগে দুটো ম্যাচে ড্র করেছিল, ফলে মোট হতো ৫ পয়েন্ট। ভারত সিরিয়াকে হারাতে পারলেও মোট পয়েন্ট হতো ৩। কারণ ভারত আগের দুটো ম্যাচে হেরেছে।
FT | 🇶🇦 Qatar 1️⃣-0️⃣ China PR 🇨🇳
💯 A Hassan Al Haydos wonderstrike keeps 🇶🇦 perfect in Group A!#AsianCup2023 | #HayyaAsia | #QATvCHN pic.twitter.com/0s3bPVZq74
— #AsianCup2023 (@afcasiancup) January 22, 2024
৬ টি গ্রুপে চারটি দলকে ভাগ করে চলছে এবারের এশিয়া কাপ। প্রতি গ্রুপের প্রথম দুটি দল সরাসরি যাবে পরের রাউন্ডে। এরপর পরিসংখ্যানের বিচারের তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল পাবে পরের পর্বে যাওয়ার সবুজ সংকেত। ভারত এখন চার নম্বরে রয়েছে। সিরিয়াকে হারাতে পারলে ৩ পয়েন্ট নিয়ে উঠে আসবে গ্রুপের তৃতীয় স্থানে। জিইয়ে থাকবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা।
প্রতিযোগিতার জন্য একটি ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে তাজিকিস্তান। ফুটবল ইতিহাসে এই প্রথম AFC কাপের গ্রুপ পর্বের বাধা অতিক্রম করছে তারা। লেবাননকে ২-১ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে তাজিকিস্তান।
✨ 𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐃 ✨
🪄 The magic of the cup is well and truly alive. Tajikistan 🇹🇯 have made it through to the knockout stages for the first time in their history!#AsianCup2023 | #HayyaAsia pic.twitter.com/DiNBLkgk81
— #AsianCup2023 (@afcasiancup) January 22, 2024