কোথায় যোগ দিতে পারেন আদ্রিয়ান লুনা?

Adrian Luna
Adrián Luna

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোট উভয়ের তৎপরতায় জট খুলতে শুরু করলেও হঠাৎই থমকে গিয়েছে গোটা পরিস্থিতি। যারফলে একটা সময় মনে করা হচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে এই নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে হয়তো শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ।‌‌ কিন্তু আর্থিক পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টিপাত করে প্রশ্নের মুখে দেখা দিয়েছে বিষয়টি। এক্ষেত্রে অসম্মতি রয়েছে দেশের প্রথম সারির একাধিক দলের। ‌এসবের মাঝে এবার উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনাকে(Adrian Luna) নিয়ে নয়া সিদ্ধান্ত নেয় কেরালা ব্লাস্টার্স।

শেষ কয়েক সিজন ধরেই দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন আদ্রিয়ান লুনা। দল এখনও পর্যন্ত চূড়ান্ত সাফল্য না পেলেও তাঁর সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছিল সকলের। ‌তবে গত মরসুমে চোট সমস্যার জন্য বহু ম্যাচ খেলতে পারেননি এই তারকা। কিন্তু তবুও তাঁর উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। হিসাব বলছে
আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ডেভিড কাতলার দলের। তবে দেশীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই তাঁকে লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেরালা ফুটবল দল। কিন্তু কোথায় যেতে পারেন এই তারকা?

   

গত কয়েকদিন ধরেই সেই প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল বারংবার। এবার সেই নিয়ে উঠে আসতে শুরু করল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, লোন চুক্তির মধ্য দিয়ে আদ্রিয়ান লুনাকে দলে নেবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব ‌পার্সিব বান্দুং এফসি। সব ঠিকঠাক থাকলে এই ক্লাবেই যোগ দিতে পারেন উরুগুয়ের এই দাপুটে তারকা। দিন কয়েকের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে গোটা চিত্রটি। যেদিকে নজর থাকবে প্রত্যেকের।

মনে করা হচ্ছে ভারতীয় ক্লাব ফুটবলের জটিলতার অবসান ঘটলে ফের কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতে পারেন আদ্রিয়ান লুনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন