HomeSports Newsইভান প্রসঙ্গে ইতিবাচক আদ্রিয়ান লুনা, কী বললেন এই তারকা?

ইভান প্রসঙ্গে ইতিবাচক আদ্রিয়ান লুনা, কী বললেন এই তারকা?

- Advertisement -

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ওডিশার কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল দলকে। তা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। কিন্তু নতুন সিজন থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। সেজন্য, এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট।

পাশাপাশি নতুন সিজনের জন্য নতুন ম্যানেজারের দিকে ও নজর রয়েছে তাদের। যারমধ্যে উঠে প্রবলভাবে উঠে এসেছে জার্মান ম্যানেজার মার্কাস বাবেলের নাম। কিন্তু তিনি ভারতের এই ক্লাবের দায়িত্বে আসবেন কিনা সেটি এখনো চূড়ান্ত নয়।

   

কিন্তু তার আগে থেকেই নতুন করে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। নিজেদের দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আদ্রিয়ান লুনার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে ম্যানেজমেন্ট। টুর্নামেন্টের একাধিক হেভিওয়েট ক্লাবের তরফ থেকে তার কাছে অফার থাকলেও নিজের পুরনো ক্লাবেই থেকে যেতে চেয়েছেন এই বিদেশি ফুটবলার। যা নিয়ে খুশি দক্ষিণের এই ফুটবল ক্লাবের সমর্থকরা। তবে প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচকে মরশুমের শেষেই বিদায় জানালো হলেও তার প্রশংসায় পঞ্চমুখ উরুগুয়ের এই দাপুটে ফুটবলার।

তিনি বলেন, কোচ ইভান ভুকোমানোভিচ আমাকে প্রথম ভারতে এনেছিলেন। তাকে আমি যথেষ্ট পছন্দ করি। বিশেষ করে কেরালা ব্লাস্টার্স দলের দায়িত্বে থাকাকালীন তিনি সবরকম ভাবে সহায়তা করতেন। এছাড়াও একজন কোচ হয়ে ও তিনি আমাদের সাথে বন্ধুর মতো মিশে যেতেন। তাছাড়া সকলেই নিজেদের সমস্যা গুলি তার কাছে তুলে ধরতে পারত। যারফলে, কোচের সঙ্গে দলের সকল ফুটবলারদের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular