ছুটির মুডে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আদ্রিয়ান লুনা

Adrian Luna Enjoys Family Vacation
Adrian Luna Enjoys Family Vacation

একাধিক পরিকল্পনা নিয়ে এবারের ফুটবল মরসুম শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো এই সিজনে নতুন কোচ নিয়োগ করেছিল দক্ষিণের এই ফুটবল দল। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল কেরালা। তবে কাজের কাজ কিছুই হয়নি। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল এই শক্তিশালী ফুটবল ক্লাবের। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। সবকিছু নজরে রেখেই পরবর্তীতে এই সুইডিশ কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের ছাঁটাই করে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাব।

Also Read | দিমিত্রিস ডায়মান্তাকসের দিকে নজর বিদেশের এক ক্লাবের

   

তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের দৌলতেই জয়ের সরণিতে ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু কলিঙ্গ সুপার কাপের আগেই নয়া কোচ নিয়োগে তৎপর ছিল এই ক্লাব। সেইমত দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে কেরালা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সুপার কাপের প্রথম দিনে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্বল ইমামি ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও ধাক্কা খেতে হয় পরবর্তী ম্যাচে। কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।

Also Read | জাতীয় দলের দুই ডিফেন্ডারের দিকে নজর রয়েছে মশালবাহিনীর

তাঁদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই কার্যত নাস্তানাবুদ হয়েছিল আদ্রিয়ান লুনাদের (Adrian Luna) ফুটবল ক্লাব। দলের এমন পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ সকলে। বর্তমানে মরসুম শেষ। নিজেদের দেশে ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বিদেশি ফুটবলাররা। এবার ছুটির মুডে সুইমিং পুলে নিজের সন্তানের সাথে সময় কাটাতে দেখা গেল আদ্রিয়ান লুনাকে। গতকাল নেট মাধ্যমে দেখা গিয়েছে সেই ছবি। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের। বলাবাহুল্য, শেষ ফুটবল সিজনে লুনার পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তাঁর দাপট সহজে ভোলার নয় সমর্থকদের মন।

একটা সময় তাঁর সক্রিয়তা চাপে ফেলে দিয়েছিল একের পর এক প্রতিপক্ষ দলকে। পরবর্তীতে তাঁকে নেওয়ার জন্য অন্যান্য দল আসরে নামলেও সম্মতি জানাননি এই উরুগুয়ান তারকা। আসলে নিজের চেনা পরিবেশেই থাকতে চেয়েছেন সর্বদা। আগামী সিজনে তাঁর থাকা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের কাছে আদ্রিয়ান লুনা একটা ইমোশন। যা থেকে যাবে সবসময়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন