তন্ময়ের লড়াই বৃথা, শিরোপা দখল নিল হাওড়া

Adamas Howrah Warriors crowned champions of mens Bengal Pro T20 League Season 2 beat Murshidabad Kings
Adamas Howrah Warriors crowned champions of mens Bengal Pro T20 League Season 2 beat Murshidabad Kings

ইডেন গার্ডেন্সে শনিবারের জমজমাটি ফাইনাল ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে (Murshidabad Kings) ৯ রানে হারিয়ে পুরুষদের বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League Final) দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন হল হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors)। প্রথম থেকেই আত্মবিশ্বাসী এবং সংগঠিত পারফরম্যান্সের মাধ্যমে গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েছে তারা, আর ফাইনালেও তারই প্রমাণ মিলল।

প্রথমে ব্যাট করে হাওড়া ওয়ারিয়র্স তোলে ১৫০/৯। যদিও স্কোরটা অতটা বিশাল নয়, তবে ফাইনালের চাপ মাথায় রেখেই এই রান যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল। দলের হয়ে শাকির হাবিব গান্ধি ৩১, আদিত্য পুরোহিত ৩০ এবং অভিজ্ঞ অরিন্দম ঘোষ ২৬ রান করে ইনিংসকে শক্ত ভিত দেন। অন্যদিকে, মুর্শিদাবাদ কিংসের বোলারদের মধ্যে ঋষভ চৌধুরী ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। তাছাড়া সাকশম চৌধুরী, তৌফিক উদ্দিন মন্ডল, বিকাশ সিং ও অনিকেত সিং প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

   

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় মুর্শিদাবাদ কিংস। যদিও তন্ময় প্রামাণিক ৩৩ বলে ৪৮ রানের দাপুটে ইনিংস খেলে এক সময় ম্যাচ ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অপরপ্রান্ত থেকে সহযোগিতা না পাওয়ায় ম্যাচ বের করে আনতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৪১ রানেই থেমে যায়।

হাওড়া ওয়ারিয়র্সের বোলিং আক্রমণ ছিল নিখুঁত ও ধারালো। কানিষ্ক সেঠ ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। সাকশম শর্মা ২টি উইকেট নেন ৩৬ রান দিয়ে। শ্রেয়ান চক্রবর্তী (১-২৫) ও রোহিত (১-১২) অসাধারণ লাইন ও লেংথে বল করে ব্যাটারদের চাপে রাখেন।

এই জয়ে দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়নের মুকুট জুড়ে নিল হাওড়া ওয়ারিয়র্স। তাদের ক্রিকেটারদের মধ্যে স্পষ্ট ছিল পারস্পরিক বোঝাপড়া, একাগ্রতা ও ম্যাচ জেতার মানসিকতা। দলের ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।

এই জয় শুধু একটি ট্রফি অর্জন নয়, বরং রাজ্যের ক্রিকেটে হাওড়ার প্রতিনিধিত্বকে আরও মজবুত করল। বাংলা ক্রিকেটপ্রেমীরা এমন একটা ফাইনাল উপহার পেল যা স্মরণীয় হয়ে থাকবে বহুদিন। এখন দেখার, পরবর্তী মরসুমে অন্যান্য দল কীভাবে নিজেদের গুছিয়ে নিয়ে হাওড়ার এই দাপটকে চ্যালেঞ্জ জানায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleফের বাংলাদেশকে বড় অর্থনৈতিক ধাক্কা ভারতের
Next articleভিন ধর্মে বিয়ের পর তৃণমূল নেতার বোনের চরম পরিণতি
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।