Achinta Sheuli: বাড়ি ফিরলেন সোনার ছেলে অচিন্ত‍্য

Achinta Sheuli

বাড়ি ফিরলেন বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারতের সোনার পদক জয়ী অচিন্ত‍্য শিউলি (Achinta Sheuli)। পুরুষদের ভারত্তোলন ৭৩ কেজি বিভাগে মোট ৩১৩ কেজি তুলে রেকর্ড গড়েন হাওড়া দেউলপুরের এই অ্যাথলিট।

Advertisements

অচিন্ত‍্য’কে দেখতে অপেক্ষায় ছিলেন তার গ্রামবাসী । রোববার থেকেই সোনা জয়ী’কে দেখতে বাইরে লোকের আনা গোনা শুরু হয়েছিল।ছেলের অপেক্ষায় বসে ছিলেন তার মা।

সোমবার কুড়ি দিন পর বাড়ি ফিরলেন অচিন্ত‍্য।এর আগে তার মা জানিয়েছিলেন ছেলের জন্য তার মন ছটফট করছিল।ছেলের জন্য তিনি তৈরী করে রেখেছিলেন কড়াইশুঁটির কচুরি এবং কাবলি ছোলার ঘুগনি।

Advertisements

এদিন অচিন্ত‍্য’কে নিয়ে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন তার দাদা , কাকা , ভাই সহ পরিবারের একাধিক সদস্য’র পাশাপাশি ক্লাবের পঞ্চাশ জন সদস্য।বাড়ির পাশেই বাধা হয়েছে মঞ্চ, যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে‌।মঙ্গলবার মঞ্চে করে নেওয়া হবে গ্রামের সোনার ছেলেকে।