সব জল্পনার অবসান ঘটিয়ে গত মরসুমের গোল্ডেন বুট জয়ী গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে সই করানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। দিমির পাশাপাশি কেরালা ব্লাস্টার্স থেকে আরও এক ফুটবলারকে ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে।
CFL: ৩ ম্যাচে ২টো ক্লিনশীট, আরও ভাল খেলার আশায় কাজী
কেরালা ব্লাস্টার্সের ফরোয়ার্ড শিজাজ টিপি-কে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার এই পোস্টার মাধ্যমে। পোস্টে বলা হয়েছে, তিন বছরের চুক্তিতে তরুণ এই ফুটবলরোকে নিশ্চিত করেছে লাল হলুদ শিবির। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে আপাতত জানানো হয়নি।
Shijas T P, 20-year-old striker from Kerala has been signed on by East Bengal FC. He has penned down a three-year deal with the Red and Gold Brigade🔥#EBFC #Transfers #IFTWC pic.twitter.com/FUJ5AYVg2Y
— Rejin T Jays (@rejintjays36) June 14, 2024
আসন্ন মরসুমের জন্য ভাল দল গঠন করছে ইস্টবেঙ্গল। ভাল দল তৈরি করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ দলকেও সাজানো হচ্ছে। রিজার্ভ দলের জন্য ইতিমধ্যে একাধিক ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে। ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও একাধিক টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল।
Mohun Bagan: এটিকে’র পর মোহনবাগানেও হয়তো এই সুবিধা পাবেন মোলিনা
ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, এশিয়ান টুর্নামেন্ট, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে অংশ নেবে ক্লাব। ডুরান্ড কাপ কিংবা কলকাতা ফুটবল লিগে উঠতি ফুটবলরদের পরখ করে নিতে পারে লাল হলুদ শিবির।