East Bengal Club : ISL-এ ঝড় তোলা স্টিভেন মেন্ডোজা আসতে পারেন ক্লাবে!

east bengal club may interested in Stiven Mendoza

সই এখনও হয়নি। কিন্তু দল বদলের জল্পনা ঠিকই জারি রয়েছে। এবার শোনা যাচ্ছে, আগামী মরসুমের জন্য স্টিভেন মেন্ডোজার (Stiven Mendoza) নাম ভেবেছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা।

Advertisements

ইস্টবেঙ্গল এবং ইমামি গোষ্ঠীর মধ্যে এখনও সই পর্ব বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তার আগেই অবশ্য দল গড়ার কাজ লাল হলুদ কর্তারা কিছুটা এগিয়ে রেখেছেন। তারকা ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে নিশ্চিত করিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।

সম্প্রতি ফুটবল মহলে গুঞ্জন, লাল হলুদ কর্তাদের ভাবনায় নাকি রয়েছে স্টিভেন মেন্ডোজার নাম। কলোম্বিয়ার এই ফরোয়ার্ড ভারতে বেশ কিছু ম্যাচে খেলেছেন। ফুটবল প্রেমীরা আরও অনেক দিন তাঁর খেলা মনে রাখবেন। ইস্টবেঙ্গল এবং মেন্ডোজা জল্পনা সত্যি হলে সেটা চমকের থেকে থেকে কম কিছু হবে না।

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন মেন্ডোজা। দুই দফায় নীল জার্সিতে তিনি খেলেছিলেন। তিরিশ বছর বয়সী এই তারকা বিশ্বের একাধিক ক্লাবে খেলেছেন। এবং প্রতি ক্লাবেই কম-বেশি তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য। এর আগে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন বার্নার্ড মেন্ডি। ইনিও আইএসএল-এ সাড়া জাগিয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন।