হয়ে গেল ঘোষণা, মাত্র দু’জনকে ধরে রাখবে RCB!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আসন্ন মরসুমের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সমস্ত দল তাদের কিছু খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ পাবে। এই…

RCB beats Lucknow by 14 runs in IPL 2022

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আসন্ন মরসুমের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সমস্ত দল তাদের কিছু খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ পাবে। এই ইস্যুতে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বস্তুত, আকাশ চোপড়া একটি বড় বিবৃতি দিয়ে বলেছেন যে আসন্ন মরশুমের জন্য RCB কেবল দু’জন খেলোয়াড়কে ধরে রাখবে।’

England: ক্রিকেটপ্রেমীরা অবাক! ভারতের প্রাক্তন ক্রিকেটারের ছেলে খেলতে নামলেন ইংল্যান্ডের হয়ে

   

আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি কোন খেলোয়াড়দের আরসিবি ধরে রাখতে পারে সে সম্পর্কে মতামত দিয়েছেন। এখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বেঙ্গালুরু কেবল দু’জন খেলোয়াড় বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজকে ধরে রাখতে চায়। ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং এমনকি ভারতীয় ব্যাটসম্যান রজত পাতিদারকেও বাদ দিতে পারে।

আকাশের মতে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাকে ধরে রাখবে সেটা বড় প্রশ্ন। একটা নাম নিশ্চিত, বিরাট কোহলি। কোনও সন্দেহ নেই অবশ্যই বিরাটকে ফ্রাঞ্চাইজি ধরে রাখবে। কিন্তু আর কাকে? তারা ফাফকে হয়তো রিটেইন করবে না এবং করা উচিতও নয়। ‘

তিনি আরও বলেন, ‘ক্যামেরন গ্রিনের মূল্য ১৭ কোটি টাকা, নিলামে পাবেন। তারা নিলামে এত ব্যয়বহুল হবে না, তাই তাদের ধরে রাখা উচিত নয়। আমি মনে করি না যে রজত পতিদারও একটি রিটেনশন পিক। বিরাট ছাড়াও মহম্মদ সিরাজকে ধরে রাখতে পারে আরসিবি। এই দু’জন খেলোয়াড় ছাড়া আমার মনে হয় না আর কাউকে ধরে রাখার প্রয়োজন আছে। তাদের উচিত নতুন দল গঠন করা। ‘

ভবানীপুরের প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে চ্যালেঞ্জ লিগের ম্যাচ!

আরসিবি অধিনায়ক ফাফের বয়স ৪০ বছরে পা দিয়েছে, যে কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁকে ছেড়ে দিতে পারে আরসিবি। এমনটা হলে ফের একবার নতুন অধিনায়কের সন্ধানে নামবে বেঙ্গালুরু।