CFL 2024: জোরালো শটে বিশ্বমানের গোল করলেন তরুণ বঙ্গতনয়

Abu Sufian Sk CFL 2024

চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2024) হল আরও এক বিশ্বমানের গোল। সুরুচি সংঘ বনাম পাঠচক্র ম্যাচে হয়েছে বিশ্বমানের গোল। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করলেন আবুসুফিয়ান শেখ (Abu Sufian Sk)।

Advertisements

Mohun Bagan vs East Bengal: বাগানের এই দুর্বলতার সুযোগ নিলেই ইস্টবেঙ্গলের বাজিমাত!

   

কলকাতা ফুটবল লিগে ভাল ফর্মে রয়েছে সুরুচি সংঘ। তিন ম্যাচ অপরাজিত থেকে সোমবার ব্যারাকপুরের মাঠে খেলতে নেমেছিল সুরুচি। অন্য দিকে পাঠচক্র মরসুমের শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি। খাতায় কলমেও পাঠচক্রের থেকে এগিয়ে এদিন মাঠে নেমেছিল সুরুচি সংঘ।

ম্যাচের প্রথম বাঁশি থেকে বল নিজেদের দখলে রেখে আক্রমণ তৈরি করার পথ বেছে নিয়েছিল সুরুচি সংঘ। মাঝমাঠ দখল করার পাশাপাশি উইং প্লে-র ওপর জোর দিয়েছিল রঞ্জন ভট্টাচার্যের দল। পাঠচক্রের বিরুদ্ধে অমিত টুডু, সৌভিক দাস, লাল্টু মন্ডলদের প্রথম একাদশের বিরুদ্ধে মাঠে নেমেছিল সুরুচি সংঘ। দলের একাধিক অভিজ্ঞ ফুটবলার প্রথম একাদশে না থাকলেও খেলা তৈরি করতে সমস্যা হয়নি সুরুচির। গতিময় ফুটবল খেলতে শুরু করে দল। গোলও এসে যায় ম্যাচের ম্যাচের প্রথম কোয়ার্টারে।

Advertisements

১৫ মিনিটের মধ্যে সুরুচির হয়ে গোল করে যান আবুসুফিয়ান শেখ। আক্রমণভাগের এই বঙ্গ তনয় বক্সের বাইরে থেকে নিলেন জোরালো শট। পাঠচক্রের গোলকিপার কিছু করার আগেই বল চলে যায় জালে। এক গোলে এগিয়ে যায় সুরুচি।

Dipendu Biswas: আট ম্যাচেই ছিল চমক, কলকাতা ফুটবল মানেই বর্তমান ছাপিয়ে এখনও উজ্জ্বল সেই দীপেন্দু

কে এই আবুসুফিয়ান শেখ?

বছর একুশের এই ফুটবলার কলকাতা ময়দানে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। অতীতে খেলেছেন সার্দান সমিতির হয়ে। নজর কেড়েছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটির হয়ে আরএফডিএল খেলে। ২০২০-২১ এ যুক্ত ছিলেন মোহনবাগানের সঙ্গে।