পাঠচক্র ম্যাচের পর বিএসএস-এর বিরুদ্ধেও সুফিয়ানের দুরন্ত গোল

Advertisements আরও একবার দুরন্ত গোল করলেন আবু সুফিয়ান শেখ (Abu Sufian Sk)। সুরুচি সংঘের হয়ে নজর কাড়ছেন এবারের কলকাতা ফুটবল লিগে। শুক্রবার বিএসএস-এর বিরুদ্ধে দলের…

Abu Sufian Sk

Advertisements

আরও একবার দুরন্ত গোল করলেন আবু সুফিয়ান শেখ (Abu Sufian Sk)। সুরুচি সংঘের হয়ে নজর কাড়ছেন এবারের কলকাতা ফুটবল লিগে। শুক্রবার বিএসএস-এর বিরুদ্ধে দলের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে যান আবু সুফিয়ান শেখ।

বিজ্ঞাপন

আর্জন্টিনার তারকা ফুটবলার খেলবেন ভারতের ক্লাবে!

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর ম্যাচে বিএসএস-এর বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে সুরুচি সংঘ। তিনটি গোলই হয়েছিল বিরতির পর। যার মধ্যে একটি গোল করেছিলেন আবু সুফিয়ান। নিজেদের বক্স থেকে আক্রমণ গড়ে তোলা শুরু করেছিল সুরুচি। সুফিয়ানের পায়ে বল পৌঁছানোর আগে সুরুচির ফুটবলাররা নিজেদের মধ্যে ৫-৬টি পাস খেলে নিয়েছিলেন। ডান প্রান্ত থেকে খেলা তৈরি করে বল সুইচ করে দেওয়া হয়েছিল মাঠের বাম প্রান্তে। বল রিসিভ করার সময় প্রায় অরক্ষিত ছিলেন সুফিয়ান। বল পেয়ে দৌড়ে প্রবেশ করার চেষ্টা করেছিলেন প্রতিপক্ষের বক্সে। বিএসএস-এর এক ডিফেন্ডার তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। রুখতে পারেননি। বক্সের বাইরে থেকেই জোরালো শটে গোল করে যান আবু সুফিয়ান শেখ।

ফুটবল উদ্দীপনা কি শুধু সোশ্যাল মিডিয়ায়? জিকসন এসেও ভরাতে পারলেন না মাঠ

এর আগে পাঠচক্রের বিরুদ্ধে দর্শণীয় একটি গোল করেছিলেন তিনি। এই ম্যাচে ১৫ মিনিটের মধ্যে সুরুচির হয়ে গোল করেছিলেন আবু সুফিয়ান শেখ। আক্রমণভাগের এই বঙ্গ তনয় বক্সের অনেকটা বাইরে থেকে গোল করেছিলেন। পাঠচক্রের গোলকিপার কিছু করার আগেই বল চলে গিয়েছিল জালে।

কে এই আবুসুফিয়ান শেখ?

বছর একুশের এই ফুটবলার কলকাতা ময়দানে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। অতীতে খেলেছেন সার্দান সমিতির হয়ে। নজর কেড়েছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটির হয়ে আরএফডিএল খেলে। ২০২০-২১ এ যুক্ত ছিলেন মোহনবাগানের সঙ্গে।