প্রথম দিনের অনুশীলনে চনমনে মেজাজে অভিষেক সিং

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেইমতো বেশকিছুদিন আগেই শহরে এসে গিয়েছিলেন দলের অধিকাংশ ভারতীয়…

Abhishek Singh Shines in High Spirits at Mohun Bagan

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেইমতো বেশকিছুদিন আগেই শহরে এসে গিয়েছিলেন দলের অধিকাংশ ভারতীয় ফুটবলাররা। এমনকি দিনকয়েক আগেই এসে গিয়েছিলেন মনিপুরের এই ফুটবলার। সতীর্থদের সাথেই টিম হোটেলে জিম সেশনে যোগ দিয়েছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার সকালে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ভারতীয় ডিফেন্ডারের যোগদানের কথা ঘোষণা করে দেয় মোহনবাগান ব্রিগেড। সেই অনুযায়ী আগামী চারটি মরসুমের দীর্ঘমেয়াদী চুক্তিতে বাগান শিবিরের হয়ে খেলবেন তিনি।

অভিষেকের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে। দলের বাকি বিদেশি ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিয়ে এবার দলকে সাফল্য এনে দেওয়াই অন্যতম লক্ষ্য এই তরুণ ফুটবলারের। উল্লেখ্য, নতুন মরসুম শুরুর আগে পাঞ্জাব এফসিতে খেলা এই ফুটবলারকে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। তবে শেষ পর্যন্ত সবুজ-মেরুনকেই বেছে নিয়েছেন অভিষেক সিং টেকচাম (Abhishek Singh)। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ” আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। মোহনবাগানে যোগ দেওয়ার কারণ, এটাই দেশের এক নম্বর ক্লাব। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া যায়, নিজের স্বপ্ন ছোঁয়া যায়। এই ক্লাবের জার্সিতে আমি ট্রফি জিততে মুখিয়ে আছি।”

   

এছাড়াও তিনি আরও বলেছিলেন, ” পঞ্জাব এফসির হয়ে আগেই আই লিগ জিতেছি। কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা অর্থাৎ আইএসএল লিগ বা শিল্ড কখনও জেতা হয়নি। তবে আমি মনে করি মোহনবাগান জার্সিতে সেই স্বপ্নপূরণ করতে পারব।” অর্থাৎ তিনি যে ট্রফি জিততে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন সেটা এক কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। যার প্রতিচ্ছবি দেখা যায় প্রথম দিনের অনুশীলনে। এদিন দলের বাকি ফুটবলারদের সাথেই ফুরফুরে মেজাজে দেখা গেল দেশের এই তরুণ প্রতিভাকে। আসন্ন ডুরান্ড কাপে নিজের সেরাটা দেওয়াই এখন প্রধান লক্ষ্য এই ডিফেন্ডারের।

Advertisements

এছাড়াও এদিন দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন বাস্তব রায়। তাঁর তত্ত্বাবধানেই অনুশীলনের প্রথম দিনে দলের সকল খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্টিং স্টাফেদের সঙ্গে পরিচয় সেরে নিলেন অভিষেক। পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই মূলত জোর দিতে দেখা যায় উপস্থিত সকল ফুটবলারদের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News