গুরু-শিষ্যর ভাংড়া নাচের ভাইরাল ভিডিও দেখুন

পাঞ্জাবি বিয়ে মানেই জমজমাট উৎসব। আর যখন সেই উৎসবে যোগ দেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)।…

Abhishek Sharma with Yuvraj Singh Bhangra Dance viral video

পাঞ্জাবি বিয়ে মানেই জমজমাট উৎসব। আর যখন সেই উৎসবে যোগ দেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। তখন তা যে ভাইরাল (Viral Video) হবেই, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি লুধিয়ানার এক অভিজাত হোটেলে আয়োজিত অভিষেক শর্মার (India Cricket News) বোন কোমল শর্মার প্রাক-বিবাহ অনুষ্ঠানে এমনই এক দৃশ্য ধরা পড়ল, যেখানে গুরু-শিষ্য যুগল একসাথে মঞ্চে নেচে তোলেন ভাঙড়ার (Bhangra Dance) ঝড় (Bengali Sports News)।

Advertisements

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবি সংগীত জগতের জনপ্রিয় মুখ রঞ্জিত বাওয়া, যাঁর লাইভ পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে নাচ করেন যুবরাজ ও অভিষেক। ভিডিওটিতে দেখা যায়, যুবরাজ সিং নীল কুর্তা পরে অভিষেকের কাঁধে হাত রেখে ভাংড়ার তালে মঞ্চে মাতিয়ে তুলেছেন। অভিষেককেও কালো স্যুটে অসম্ভব স্টাইলিশ ও আত্মবিশ্বাসী লাগছিল। দুই প্রজন্মের এই ক্রিকেটারদের প্রাণবন্ত নাচ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এবং নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ।

   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার ও উচ্চপদস্থ অতিথি, যারা সকলেই এই চমৎকার পরিবেশনা উপভোগ করেন। অনেকেই মন্তব্য করেছেন যে অভিষেক শর্মার মধ্যে শুধু ক্রিকেট প্রতিভাই নয়, রয়েছে সাংস্কৃতিক দিকটিও সমানভাবে বিকশিত।

ক্রিকেট জগতেও বর্তমানে ফর্মে রয়েছেন অভিষেক শর্মা। সম্প্রতি সমাপ্ত ২০২৫ এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টে ৩১৪ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিষেক। পুরস্কার হিসেবে তিনি একটি নতুন গাড়িও পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৭৪, বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলে ভারতকে এগিয়ে নিয়ে যান তিনি।

অভিষেকের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা পালন করেছেন যুবরাজ সিং, যাঁকে অভিষেক বরাবরই তাঁর ‘মেন্টর’ হিসেবে মানেন। ক্রিকেটের ময়দান থেকে শুরু করে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যুবরাজের অনুপ্রেরণা অভিষেকের পাশে থেকেছে। তাই ব্যক্তিগত খুশির এই দিনে যুবরাজের উপস্থিতি শুধু শুভেচ্ছা জানানো নয়, বরং এক গভীর আত্মিক বন্ধনেরও প্রতিফলন।

সোশ্যাল মিডিয়া এখন অভিষেক-যুবরাজের এই নাচের ভিডিওতে ভরে গেছে। কেউ বলছেন, “গুরু-শিষ্য যেন আগুন আর বারুদের মতো”, তো কেউ লিখছেন, “ক্রিকেটের মাঠের তারকারা মঞ্চেও সুপারস্টার”। নিঃসন্দেহে এই মুহূর্তটি ২০২৫ সালের অন্যতম আলোচিত ও স্মরণীয় এক পারিবারিক অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Abhishek Sharma with Yuvraj Singh Bhangra Dance viral video