অভিষেককে সহকারী হিসেবে চাইছেন গম্ভীর: রিপোর্ট

Abhishek Nayar can join team India with Gautam Gambhir

টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিষেক নায়ারকে (Abhishek Nayar) সাপোর্ট স্টাফ হিসেবে চাইছেন ভারতের নতুন কোচ। কেকেআর অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নায়ার। বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার তাদের কেরিয়ার গঠনে নায়ারের ভূমিকার প্রশংসা করেছেন।

Advertisements

KKR কোচের পদে নিশ্চিত Rahul Dravid? সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়

   

মাত্র এক মরসুম পরেই নাইট রাইডার্সের মেন্টরের চাকরি ছেড়ে ভারতের হেড কোচের দায়িত্ব নিলেন গম্ভীর। আইপিএল ২০২৪-এ কেকেআরের সাফল্যের জন্য প্রাক্তন ওপেনারকে প্রচুর কৃতিত্ব দেওয়া হয়েছিল। গম্ভীর এবং নায়ারের মধ্যে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক রয়েছে এবং মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার বিসিসিআই নিশ্চিত করেছে যে বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ), পরস মামব্রে (বোলিং কোচ) এবং টি দিলীপের (ফিল্ডিং কোচ) সাপোর্ট স্টাফ দলও সরে দাঁড়াবে রাহুল দ্রাবিড়ের সাথে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে প্রধান কোচের পদে শেষ হয়েছিল রাহুল দ্রাবিড়ের মেয়াদ।

 

Advertisements

আরও এক পুরস্কার জিতেছিলেন Jasprit Bumrah, আরও দু’জন ছিলেন দাবিদার

“বোর্ড অত্যন্ত সফল মেয়াদের জন্য পরস মামব্রে (বোলিং কোচ), টি দিলীপ (ফিল্ডিং কোচ) এবং বিক্রম রাঠোরকে (ব্যাটিং কোচ) অভিনন্দন জানাচ্ছে। বিসিসিআই তাদের অবদানের জন্য কৃতজ্ঞ এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানায়”, বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বর্ডার পক্ষ থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই প্রধান কোচের পদের জন্য আবেদন আহ্বান করেছিল। এরপরেই গম্ভীর প্রধান কোচের ভূমিকার জন্য আবেদন করেছিলেন। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু রোহিত শর্মা ও বোর্ডের সঙ্গে কথা বলার পর টি২০ বিশ্বকাপ পর্যন্ত থেকে গিয়েছিলেন দলের সঙ্গে।