রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী প্রতিদ্বন্দ্বী উত্তরাখন্ড। খেলা হবে দেরাদুন থেকে এগারো কিলোমিটার দূরে অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে। এই অ্যাকাডেমিটা তৈরি করেছেন একজন তামিল চার্টার্ড একাউন্ট রঙ্গনাথন পরমেশ্বরন ঈস্বরণ। যার স্ত্রী ছিলেন পাঞ্জাবি। এই রঙ্গনাথন হচ্ছেন আমাদের অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) বাবা।
আর এই অভিমন্যুর নামেই এই অ্যাকাডেমি। আর নিজের নামের মাঠে নিজের রাজ্যের বিরুদ্ধে আগামী তিন জানুয়ারী নামতে চলেছে আমাদের অভিমন্যু ঈশ্বরন। বাংলাদেশ সফরের আগে পর্যন্ত ঈস্বরন বাংলার ক্যাপ্টেন ছিলেন।
রঞ্জি ট্রফির প্রথম তিনটি ম্য়াচের মধ্যে ২টিতে সরাসরি জয় তুলে নেয় বাংলা। একটি ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে তারা। মনোজ তিওয়ারিরা একটি ম্যাচ ইনিংসের ব্যবধানে জিতে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন। ড্র করা ম্যাচটিতে প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে থাকায় বাংলার ঘরে ঢোকে ৩ পয়েন্ট।
সুতরাং, প্রথম তিনটি ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ করে বাংলা। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের এক নম্বরে নেই। তিন ম্যাচের সবগুলি জিতে উত্তরখাণ্ড রয়েছে লিগ টেবিলের মগডালে। তরাও একটি ম্যাচে বোনা-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করেছে।