দলীপ ট্রফির (Duleep Trophy) কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা খেল পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল দুই দলই। একদিকে পূর্বাঞ্চলের নির্ভরযোগ্য অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran) জ্বরে আক্রান্ত হয়ে বাদ পড়েছেন। অন্যদিকে মধ্যাঞ্চলের অধিনায়ক ধ্রুব জুরেল (Dhruv Jurel) মাঠের বাইরে ছিটকে গিয়েছেন কুঁচকির চোটে। ফলে বৃহস্পতিবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হওয়া ম্যাচে দুই দলের নেতৃত্বেই দেখা গেল পরিবর্তন।
অভিমন্যুর পরিবর্তে পূর্বাঞ্চলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অসমের তরুণ প্রতিভা রিয়ান পরাগ। আর ধ্রুব জুরেলের পরিবর্তে মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করা রজত পতিদার।
পূর্বাঞ্চলের জন্য অভিমন্যুর অনুপস্থিতি নিঃসন্দেহে এক বড় ধাক্কা। অভিজ্ঞ এই ওপেনার শুধু অধিনায়ক হিসেবেই নয়, দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটারও বটে। তার অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেই পূর্বাঞ্চল তাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার আকাশ দীপ ও ঈশান কিষানকে হারিয়েছে বিভিন্ন কারণে। আকাশ দীপ চোটের কারণে এবং ঈশান কিষান ব্যক্তিগত কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। ফলে একাধিক তারকা অনুপস্থিত থাকায় রিয়ান পরাগের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমেছে পূর্বাঞ্চল।
অন্যদিকে, ধ্রুব জুরেলকে হারানোও মধ্যাঞ্চলের জন্য বড় ধাক্কা। তবে রজত পতিদার এই মুহূর্তে যথেষ্ট ফর্মে রয়েছেন। আইপিএলে তার নেতৃত্বগুণ সবার নজর কেড়েছে। ফলে তার নেতৃত্বে দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তবে এই দুই বড় নামের অনুপস্থিতির মাঝে এক বড় খবর হল মহম্মদ শামির প্রত্যাবর্তন। প্রায় পাঁচ মাস পর বৃহস্পতিবার মাঠে ফিরলেন ভারতীয় পেসার। চোট সারিয়ে ফেরা শামি পূর্বাঞ্চলের হয়ে বল হাতে মাঠে নামলেন, যা দলের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার হিসেবে তার প্রত্যাবর্তন শুধু দল নয়, দেশের ক্রিকেটের পক্ষেও ইতিবাচক ইঙ্গিত।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চলের এবং মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তর-পূর্বাঞ্চল। দুই ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। এই ম্যাচগুলো শুধু দলীপ ট্রফির অগ্রগতি নির্ধারণ করবে না, পাশাপাশি আসন্ন ঘরোয়া মরসুমে জাতীয় দলে ঢোকার দোরগোড়ায় থাকা খেলোয়াড়দের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ হয়ে উঠেছে।
তবে অভিমন্যু ও জুরেলের মতো অভিজ্ঞ অধিনায়কদের না থাকা দলের ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। এদিকে রিয়ান পরাগ ও রজত পতিদারের নেতৃত্বের প্রথম পরীক্ষার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
Abhimanyu Easwaran & Dhruv Jurel ruled out of Duleep Trophy quarterfinals ahead of Asia Cup 2025