দীপক টাংরিকে (Deepak Tangri) বিদায় জানাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)? সম্প্রতি কলকাতা ময়দানে এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। মনে করা হচ্ছে, প্রীতম কোটালকে দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সোয়াপ-ডিল করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
Saul Crespo: ক্রেসপোর চোট নিয়ে নতুন করে জল্পনা!
ব্লাস্টার্সের সঙ্গে সোয়াপ-ডিল করলে দীপক টাংরিকে সবুজ মেরুন ম্যানজেমেন্ট বিদায় জানাতে পারে বলে কেউ কেউ মনে করছেন। দল বদলের জল্পনা অনুযায়ী, দীপক টাংরি যেতে পারেন কেরালা ব্লাস্টার্সে, প্রীতম কোটাল যোগ দিতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টে। কিন্তু এই জল্পনা কি বাস্তবায়িত হবে?
সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার আশিক কুরুনিয়নের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিও দীপক টাংরি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতেও দিয়েছেন। দীপক মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে নিজের একাধিক ছবি স্টোরিতে দিয়েছেন। এরপরেই নতুন প্রশ্ন, দীপক টাংরিকে মোহনবাগান সুপার জায়ান্ট আদৌ কি বিদায় জানাবেন?
East Bengal FC: অনুশীলনে দিমিত্রি, জল্পনা অন্য এক বিদেশিকে ঘিরে
View this post on Instagram
আশিক কুরুনিয়নের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে কী রয়েছে? আশিকের পোস্ট করা ভিডিওতে রয়েছেন তিনি এবং দীপক টাংরি। ব্যাকগ্রাউন্ডে লেখা মোহনবাগান এসজি। পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নিউ আইএসএল সিজন লোডিং’। ভিডিওতে মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ট্যাগ করা রয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন, দীপক টাংরি তাহলে মোহনবাগানেই থাকছেন।