East Bengal: জামশেদপুর এফসির বিপক্ষে দুরন্ত কামব্যাক লাল-হলুদের   

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ছন্দ অব্যাহত ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাবের। পিছিয়ে থেকেও তারা আটকে দিল শক্তিশালী জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকল ৩-৩ গোল। যারফলে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল লাল-হলুদ ব্রিগেড।

Advertisements

দলের জার্সিতে আজ গোল পান তন্ময় দাস, অভিষেক বিক্সলা, মুশারিফ। যা নিয়ে অনেকটাই খুশি দলের সমর্থকরা। বলাবাহুল্য, গতবারের পর এবারও এই ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট ছন্দে রয়েছে ময়দানেরই প্রধান। সেই ধারা বজায় রাখাই এখন একমাত্র লক্ষ্য তাদের। 

   

আজ শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ছন্দ হারাতে থাকে দল। সেই সুযোগ নিয়েই এগিয়ে গিয়েছিল আইএসএল খেলা এই দল। তবে ম্যাচে ফিরতে মরিয়া ছিল অভিষেকরা। সেইমতো ঘনঘন আক্রমণে উঠে আসে দল। সেখান থেকেই একের পর এক গোল। যারফলে, প্রায় পরাজিত হওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে আসে লাল-হলুদের ছোটরা।

Advertisements

বলাবাহুল্য, শেষ মরশুমে ইন্টারজোনাল রাউন্ডে ভালো পারফরম্যান্স থাকলেও তা পরবর্তীতে বজায় থাকেনি। টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আগেই রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের কাছে আটকে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। এই সমস্ত কিছু থেকে শিক্ষা নিয়েই এবার সাফল্য পেতে চায় বিনো জর্জের ছেলেরা।