বুধবার কলকাতায় আসছেন মহামেডানের (Mohammedan SC) নতুন বিদেশি স্ট্রাইকার মিরলান মুজরায়েভ। ইতিমধ্যে ভিসা পেয়েছেন তিনি।তার আসার ফলে যে সাদা কালো ব্রিগেড বেশ যে শক্তিশালী হলো,সেটা বলাই বাহুল্য।
এদিকে অনুশীলনে যোগ দিলেন মহামেডান স্পোর্টিংয়ে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে যোগ দেওয়া ফুটবলার ফয়জল আলী।২০২০-২১,২০২১-২২ মরশুমে মহামেডান স্পোর্টিংয়ে খেলেছিলেন ফয়জল।২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরু এফসিতে সই করেন ফয়সল।কিন্তু সেখানে ঠিকঠাক গেম টাইম পাচ্ছিলেন না তিনি।ডুরান্ডকাপে একটি গোল এবং একটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে।এই ফয়সল একটি লোন ডিলে মহামেডানে সই করেছেন ফের।মহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স দেন ফয়সল।২৮ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছিলেন তিনি।আছে তিনটে অ্যাসিস্ট।
শুক্রবার রাজস্থান এফসির বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে নতুন বছরে পথ চলা শুরু করবে মহামেডান। ওইদিন সাদা কালো ব্রিগেডের কোচ হিসেবে জার্নি শুরু হবে কিবু ভিকুনার।ফের তার কলকাতার ক্লাবের কোচিং করানোর দিকে এখন নজর ময়দানের সকল ফুটবল প্রেমীদের।