ISL: এক ঝাঁক ফুটবলার ছাড়ছে মুম্বই, একজন আসতে পারেন ইস্টবেঙ্গলে

Mumbai City FC

নতুন করে দল সাজাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। একাধিক নামকরা ফুটবলারকে রাখা হচ্ছে বাতিলের খাতায়। ফলে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) এক সঙ্গে বেশ কয়েকজন ফুটবলারের রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের মধ্যে একজন যোগ দিতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবে।

জানা গিয়েছে, ইগোর আঙ্গুলু, দিয়েগো মৌরিসিও, মহম্মদ রাকিপ, ব্র্যাড ইনমাম, বিক্রম সিং ও ক্যাসিও গ্যাব্রিয়েলকে রিলিজ করে দিচ্ছে মুম্বই সিটি ফুটবল ক্লাব। মহম্মদ রাকিপ হয়তো ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। রাইট ব্যাকের ফুটবলার, বয়স মাত্র ২২। ভারতের বয়স ভিত্তিক জাতীয় দলে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

   
A Mumbai City FC footballer may join East Bengal club
মহম্মদ রাকিপ হয়তো ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। রাইট ব্যাকের ফুটবলার, বয়স মাত্র ২২। ভারতের বয়স ভিত্তিক জাতীয় দলে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া খবর অনুযায়ী মহম্মদ রাকিপের লাল হলুদ ক্লাবে প্রবেশ করা এক প্রকার নিশ্চিত। ফুটবল মহলের অনেকে ধরেও নিচ্ছেন আগামী মরশুমে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের সদস্য হতে চলেছেন উদীয়মান এই ফুটবলার।

২০১৭ সালে কেরালা ব্লাস্টার্সের বি দলের হয়ে ক্লাব ফুটবলে রাকিপের উত্থান। পরের মরশুমে উঠে এসেছিলেন সিনিয়র দলে। দুই মরশুমে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন। ২০২০তে গিয়েছিলেন মুম্বইয়ের ক্লাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন