ফের কলকাতায় দেখা যেতে পারে কিবু ভিকুনাকে (Kibu Vicuna)। সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মোহনবাগানের চ্যাম্পিয়ন কোচকে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জানা গিয়েছিল ভিকুনাকে প্রস্তাব দেওয়ার খবর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যা জনপ্রিয়তা পেয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছে, কলকাতার মাঠের সঙ্গে পরিচিত এবং সফল এমন কোচকেই তাঁরা নিয়োগ করতে চাইছেন।
সূত্রের খবর, বাগানের প্রাক্তন কোচের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আর্থিক বিষয়ে চলছে আলোচনা। সেটাও শীঘ্রই মিটিয়ে নিতে চাইছেন ডায়মন্ড হারবারের নতুন এই ফুটবল দলের কর্তারা।
আগে জানা গিয়েছিল কৃষ্ণেন্দু রায়কে কোচ করা হতে পারে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। সম্ভাবনার কথা উড়িয়ে দেননি তখন। আবার স্পষ্ট করে কিছু বলতেও চাননি। দিন দুই আগে আইএফএর গভর্নিং বডির মিটিংয়ে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল।