ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল এফসি (East Bengal)-তে সুযোগ পেয়ে স্বভাবতই খুশি এ কে কামালউদ্দিন (A K Kamaluddin)। পেরুম্পিলাভুর বাসিন্দা ১৯ বছরের এই ফুটবলার বর্তমানে কলকাতায় রয়েছেন। মালায়ালি বিনো জর্জের কোচিংয়ে রিজার্ভ স্কোয়াডের অংশ হিসাবে তিনি দলের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে চলেছেন।
ইস্টবেঙ্গল থেকে ফুটবলার সই করিয়ে নিল Chennaiyin FC
আক্কিকাভুর মাঠ থেকে কলকাতার ফুটবলময়দান, কামালউদ্দিনের কাছে এ এক স্বপ্নের যাত্রা। ইরুমাপেট্টি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহম্মদ হানিফার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এর আগে গুরুভায়ুর সকার অ্যাকাডেমিতে প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। কামালউদ্দিন তাঁর স্কুল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সর্বশেষ সংস্করণের বিজয়ী কেরালা দলের গোলরক্ষকও ছিলেন এই প্রতিভাবান ফুটবলার।
ন্যাশনাল স্কুল স্পোর্টস মিটেও কেরল দলের হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন কামালউদ্দিন। ত্রিশূর ফুটবল দলেও জায়গা পেয়েছেন এই তারকা খেলোয়াড়। কাসিম ও বুশারা দম্পতির ছেলে কামালউদ্দিনের দুই ভাইবোন। ইস্টবেঙ্গল এফসি থেকে ডাক পাওয়া তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে থেকে যাবে। লাল হলুদ জার্সি পরে মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে চাইবেন কামালউদ্দিন।
Mohun Bagan: দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন মোলিনা
গত ন্যাশনাল স্কুল স্পোর্টস মিটে কেরালা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স কামালউদ্দিনের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে প্রমাণিত হয়েছে। কামালউদ্দিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাঁর বড় ভাই মহম্মদ শফিই তাঁকে ফুটবলার হিসেবে বড় হতে সাহায্য করেছেন।