ISL: গ্রেগ স্টুয়ার্টের জামশেদপুরে খেলার কথাই ছিল না এক সময়

জামশেদপুরে খেলাটাই কাকতালীয়। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শেষভাগে এসে শোনা যাচ্ছে এক নতুন গল্প। দলবদলের সঙ্গে যুক্ত গল্প। গ্রেগ স্টুয়ার্টকে (Greg Stewart) কেন্দ্র করে।  জামশেদপুরের…

ISL: গ্রেগ স্টুয়ার্টের জামশেদপুরে খেলার কথাই ছিল না এক সময়

জামশেদপুরে খেলাটাই কাকতালীয়। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শেষভাগে এসে শোনা যাচ্ছে এক নতুন গল্প। দলবদলের সঙ্গে যুক্ত গল্প। গ্রেগ স্টুয়ার্টকে (Greg Stewart) কেন্দ্র করে। 

জামশেদপুরের (Jamshedpur FC) হয়ে আগুনে ফর্মে ছিলেন গ্রেগ। শোনা যাচ্ছে ইস্পাত নগরীর দলে তাঁর খেলার সম্ভাবনা শুরুতে ছিল না। এমনই কোচ ওয়েন কয়েলের প্রথম পছন্দও ছিলেন না স্কটিশ লিগে খেলা এই ফুটবলার। 

জানা গিয়েছে, চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলে খেলা রাফায়েল ক্রিভেলারো ছিলেন ওয়েন কয়েলের প্রথম পছন্দ। তিনি নিশ্চিত না হওয়ার পরে নাকি কথা শুরু হয়েছিল গ্রেগের সঙ্গে। দলবদলের এই গল্পের বাকিটা ফুটবল প্রেমীরা জানেন। 

Advertisements

চলতি মরশুমে আবির্ভাবে নজির গড়েছেন স্টুয়ার্ট। নিজে যেমন গোল করেছেন তেমনই করিওয়েছেন। জামশেদপুরের হয়ে ১৯ ম্যাচে করেছেন দশটি গোল। এগারোটি গোলের পিছনে রেখেছেন সরাসরি অবদান । ভারতের আসার আগে তিনি খেলেছিলেন রেঞ্জার্সে। সেখানে তাঁর পরিসংখ্যান একেবারেই আহামরি ছিল না। একুশ ম্যাচ খেলে মাত্র তিনটি গোল করতে পেরেছিলেন তিনি।