ATK Mohun Bagan : কৃষ্ণা-উইলিয়ামসের পর আরও এক বিদেশি দল ছাড়তে পারেন

দুই বিদেশি ফুটবলার ইতিমধ্যে বিদায় জানিয়েছেন এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan)। আরও এক বিদেশি সম্ভবত দল ছাড়ার পথে। তবে কোনো ফুটবলার নন। কোচিং স্টাফের…

Juan Fernando in a shocking speech

short-samachar

দুই বিদেশি ফুটবলার ইতিমধ্যে বিদায় জানিয়েছেন এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan)। আরও এক বিদেশি সম্ভবত দল ছাড়ার পথে। তবে কোনো ফুটবলার নন। কোচিং স্টাফের একজন হয়তো বাগান ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে।

   

ফুটবল মহলে গুঞ্জন, এটিকে মোহন বাগান ছাড়তে পারেন জাভি গঞ্জালেজ। তাঁকে স্কোয়াডের ফুটবলারের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়োগ করা হয়েছিল। 

কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে বাগানে এসেছিলেন জাভি। ফুটবল ক্লাব গোয়া ছেড়ে গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন তিনি। সেই থেকে সবুজ মেরুনের সদস্য তিনি। 

আগামী মরশুমে এটিকে মোহন বাগান স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখা যাবে। যার মধ্যে ভারতীয় তারকা ফুটবলার থাকতে পারেন। দলে তিনজন নতুন বিদেশি যোগ দিতে পারেন।