ভারতের টেস্ট ক্রিকেটে (Indian Cricket Team) শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সেই অধ্যায়ের প্রথম কয়েকটি পৃষ্ঠা যেন অনিশ্চয়তা ও চ্যালেঞ্জে পূর্ণ। লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের (England) কাছে পাঁচ উইকেটে হারের ফলে শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কত্ব জীবনের সূচনা খুব একটা সুখকর হয়নি। তবে সমস্যা এখানেই শেষ নয়, কারণ দ্বিতীয় টেস্টেই হয়ত বিশ্রামে চলে যাচ্ছেন দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
জসপ্রীত বুমরাহ (Bumrah) লিডস টেস্টে দুর্দান্ত বল করেছিলেন।প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংকে ধ্বংস করেছিলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে, বুমরাহ শুধু প্রথম, তৃতীয় এবং পঞ্চম টেস্ট খেলবেন।
এই সিদ্ধান্তের মূল কারণ তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বার্মিংহামে নেটে অনুশীলনে অংশ নিলেও বুমরাহ বল বা ব্যাট হাতে নেননি। তাছাড়া দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে মাত্র তিন দিনের ব্যবধান, ফলে এজবাস্টনে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি।
এই পরিস্থিতিতে নজরে চলে এসেছেন তরুণ বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং(Bumrah)। প্রথমবারের মতো টেস্ট অভিষেকের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। নেটে পুরোনো বল নিয়ে রিভার্স সুইং ওপর জোর দিয়ে লম্বা স্পেল করেছেন। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেট এসে বল করার অভ্যাসকে কাজে লাগানোর চেষ্টায় রয়েছেন।
শার্দুলের জায়গায় এই ক্রিকেটার? দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তনের ইঙ্গিত কোচের
আর্শদীপের অভিষেক হলে তিনি মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে ভারসাম্যপূর্ণ পেস আক্রমণ গড়ে তুলতে পারেন। বাঁ-হাতি বোলারের ভিন্নতাও ভারতের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে, বিশেষ করে এজবাস্টনের শুরুদিনগুলোর গতি ও বাউন্স কাজে লাগাতে।
এজবাস্টনের পিচ ও আবহাওয়া
এজবাস্টনের পিচ ক্লাসিক ইংলিশ শুরুতে বাউন্স ও সিম মুভমেন্ট,(Bumrah) পরে ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ। তবে পঞ্চম দিনে পিচে ফাটল ধরে, অসম বাউন্স তৈরি হয়, ফলে স্পিনাররা কার্যকর হতে পারেন। ভাগ্যক্রমে, আবহাওয়া পূর্বাভাস বেশ ভালোবৃষ্টির আশঙ্কা কম।
বার্মিংহামে ভারতের দুঃস্বপ্ন
১৯৬৭ সাল থেকে এই মাঠে ভারত ৮ টেস্ট খেলেছে। সাতটি হেরেছে, একটি ড্র। এমনকি ২০২২ সালে জয়ের কাছাকাছি গিয়েও জো রুট ও জনি বেয়ারস্টোর ২৬৯ রানের জুটিতে ম্যাচ হাতছাড়া হয়।
শুভমন গিলের জন্য এজবাস্টন শুধু একটি ম্যাচ নয়, এটি তাঁর অধিনায়কত্বের প্রথম বড় অগ্নিপরীক্ষা। এই ম্যাচ জিততে না পারলে ভারত ০-২ ব্যবধানে পিছিয়ে পড়বে সিরিজে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
আর তাই, (Bumrah) বোলিংয়ে নতুন মুখ, ব্যাটিংয়ে নতুন নেতৃত্ব সব মিলিয়ে এই টেস্ট ভারতীয় দলের ভবিষ্যতের পথনির্দেশ করতে চলেছে। আরশদীপ কি বুমরার অনুপস্থিতি পূরণ করতে পারবেন? গিল কি ভাঙা মনোবলে দলকে জয় এনে দিতে পারবেন? উত্তর মিলবে এজবাস্টনের সবুজ গালিচায়।