ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) নতুন সংস্করণকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। উত্তেজনা আরও বৃদ্ধির কারণে আসন্ন মেগা অকশন। আসন্ন আইপিএল-এর আগে মেগা নিলাম হতে চলেছে। টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলোকে রিলিজ করে দিতে হবে তাদের বেশিরভাগ প্লেয়ার। ভারতীয় ক্রিকেট বর্ডার পক্ষ থেকে রিলিজ কিংবা রিটেইশনের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে সব ফ্রাঞ্চাইজিকেই যে স্কোয়াড ঢেলে সাজাতে হবে সেটা এক প্রকার নিশ্চিত। কোন কোন ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি হতে পারে সে ব্যাপারে জল্পনা চলছে।
বিরাট ‘সাধারণ’! সিরিজ শুরুর আগেই ভারতকে একহাত নিলেন এই অজি তারকা
বিহারের ৩ ক্রিকেটারকে নিয়ে রয়েছে জল্পনা। পাটনার ঈশান কিষাণ বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এবার মেগা নিলামে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ-হাতি ব্যাটসম্যান ঈশান কিষাণ দুর্দান্ত উইকেটকিপার। এমন পরিস্থিতিতে নিলামে অনেক বেশি দরপত্র পেতে পারেন। গত নিলামে ১৫.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
গোপালগঞ্জ থেকে উঠে আসা ফাস্ট বোলার মুকেশ কুমার বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এবার মেগা নিলামে যোগ দিতে পারেন তিনি। টিম ইন্ডিয়ার সদস্য হওয়ার সুবাদে একাধিক দল তাঁকে স্কোয়াডে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। আগে তিনি সাড়ে ৫ কোটি টাকা ফি নিতেন।
রোহতাসের আকাশদীপও মেগা নিলামে ভাল বিড পেতে পারেন। ভারতীয় টেস্ট দলে যোগ দেওয়ার পর সবার নজর থাকবে তাঁর দিকে। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ২০ লক্ষ টাকা ফিতে।
রোনাল্ডোই সর্বকালের সেরা! সংখ্যাই বলে দিচ্ছে সবটা
গত মরশুমে গোপালগঞ্জের সাকিব হুসেনকে ২০ লক্ষ টাকায় বেস প্রাইসে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ডান-হাতি ফাস্ট বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট করার দক্ষতা তাঁর রয়েছে।