চমকের শেষ নেই! IPL 2025-এ এই ৪ দল বদলাতে পারে অধিনায়ক

KKR vs RR IPL 2024 match uncertain

আইপিএল ২০২৫ (IPL 2025)-এ অনেক দলেই বড় পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এবার আইপিএল হওয়ার আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। অনেক দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে। আইপিএল ২০২৪-এর শিরোপা জেতা শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন চারটি দল রয়েছে যারা বদল করতে পারে অহিনায়ক।

IPL-এ হিরো, দেশের হয়ে জিরো! নিলামে দর কমতে পারে এই বিদেশির

   

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল ২০২৪ শিরোপা জিতেছে। তবে এর পরেও শ্রেয়স আইয়ারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংসের (PBKS) দায়িত্ব নিতে দেখা গিয়েছিল শিখর ধাওয়ানকে। তবে কিছুদিন আগেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ধাওয়ান। এমন পরিস্থিতিতে আগামী আইপিএলে পঞ্জাব কিংসে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে।

আইপিএল ২০২৪-এ ফাফ ডু প্লেসিসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। এবার আইপিএল ২০২৫-এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ৪০ বছর বয়সী ফাফ ডু প্লেসিসকে রিলিজ করে দিতে পারে আরসিবি।

ফিরতে পারেন শামি, মাঠের বাইরে শ্রেয়স! এটা হতে পারে ভারতের প্রথম একাদশ

গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের (LSG) দায়িত্ব নিয়েছিলেন কেএল রাহুল। লখনউয়ের আইপিএলে অভিষেক হয়েছিল ২০২২ সালে এবং তখন থেকে কেএল রাহুল দলের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালের আইপিএলে রাহুল এবং দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে উত্তাপ বৃদ্ধি পেয়েছিল। এরপরই সংবাদ মাধ্যমে দাবি করা হয়, আগামী মরশুমে রাহুলকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন