২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Los Angeles Olympics) ক্রিকেট অন্তর্ভুক্তি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বেশ সতর্ক। তারা কোনওভাবেই এই সুযোগ নষ্ট করতে চায় না। আইসিসির চেয়ারম্যান জয় শাহও (Joy Shah) বিষয়টি নিয়ে খুবই আন্তরিক। সম্প্রতি সুইৎজারল্যান্ডে গিয়ে তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) সভাপতি থমাস বাখের (Thomas Bach) সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক নিয়ে জয় শাহ বলেন, ‘‘ক্রিকেটের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছি এবং ক্রিকেটকে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি। ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা অর্জনের বিশাল সম্ভাবনা রয়েছে, এবং আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই।’’
আইসিসি চেয়ারম্যানের পদে আসার পর কিছুদিন আগেই তিনি ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সের সিইও সিন্ডি হুকের সঙ্গে বৈঠক করেছিলেন ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনা হয়। এরপর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট নিশ্চিত করতে তিনি আইওসি প্রধানের কাছে গিয়েছেন।
তবে শোনা যাচ্ছে অলিম্পিক্সের ক্রিকেট ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসে না হয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ যেসমস্ত মাঠে হয়েছিল সেখানে অনুষ্ঠিত হবে। তবে তা আইসিসির উদ্দেশ্য পূরণে বাধা সৃষ্টি করতে পারে। জয় শাহ মূলত চাইছেন যে ক্রিকেটের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসেই আয়োজন করা হোক।