ISL 2024-25: মোহন-মুম্বই ম্যাচে নজরে থাকবেন ২ ফুটবলার

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) নতুন সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও…

Jason Cummings Shines as Mohun Bagan

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) নতুন সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গত মরশুমের মতো এবারেও দুই দলের দ্বৈরথ দেখার জন্য ভারতীয় ফুটবল প্রেমীরা মুখিয়ে রয়েছেন। এই ম্যাচে দুই দলের একজন করে মোট দু’জন ফুটবলারের দিকে নজর থাকবে আলাদা করে।

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে গুরু-শিষ্য বলে দিলেন ‘৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো’

   

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরশুম শুরু হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আইএসএল কাপ বিজয়ী মুম্বই সিটি এফসির ম্যাচের মাধ্যমে। ১৩ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ম্যাচ। তার আগে প্রকাশ্যে এসেছে দুই দলের কোচ, ফুটবলারদের মতামত।

২০২০-২১ ও ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের বেশিরভাগ দলের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যতিক্রম মুম্বই সিটি এফসি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বাগানের দ্বৈরথের পরিসংখ্যান এখনও বিশেষ কিছু নয়। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত দশবারের মোলাকাতে একবার মাত্র মুম্বই সিটি এফসিকে হারাতে পেরেছে।

রাহুল ভেকে বেঙ্গালুরু এফসি-তে চলে যাওয়ার পর মুম্বই সিটি এফসির নতুন অধিনায়ক হয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে। আইএসএল ২০২৩-২৪-এ ছাংতের (১০.৯৩) চেয়ে ভাল প্রত্যাশিত গোল মান আর কোনও খেলোয়াড় দিতে পারেননি। শেষ সিজনে তাঁর ১০ টি গোল যে কোনও ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। ২০২২-২৩ মরশুমে তাঁর নিজের গোলের রেকর্ডের সমান হয়েছিলেন ছাংতে।

ফাইনালে যাওয়ার দৌড়ে ৫ দল, ভারতের সামনে বড় পরীক্ষা

একইভাবে মেরিনার্সরা তাদের ফ্রন্টলাইনে নেতৃত্ব দেওয়ার জন্য জেসন কামিংসের উপর নির্ভর করবে। কামিংস গত মরশুমে প্রতি ১০৬.৭ মিনিটে একবার গোল করেছিলেন। এ ব্যাপারে তাঁর সামনে ছিলেন কেবল কেরালা ব্লাস্টার্সের দিমিত্রিওস দিয়ামান্তাকোস (১০২.৫ মিনিট)। ইন্ডিয়ান সুপার লিগে আবির্ভাবেই দশটির বেশি গোল করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের জেসন কামিন্স।