ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল

ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। প্রত্যাশা মতোই শুভমনের মুকুটে পড়ল নতুন পালক। জ়িম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল সোমবার। দলের অধিনায়ক…

gill

ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। প্রত্যাশা মতোই শুভমনের মুকুটে পড়ল নতুন পালক। জ়িম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল সোমবার। দলের অধিনায়ক শুভমন গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই ভারতীয় দলের প্রথম সিরিজ়। দলে পাঁচ নতুন মুখ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিলের উপরে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কারণ হল জিম্বাবোয়ে সফরে যেতে চাননি হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব। এই দুজন সিনিয়র ক্রিকেটার ছাড়াও বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেবেন বিশ্বকাপের পরে।

গম্ভীর আসছেন, তাই আইপিএলে পারফর্ম করা একঝাঁক তরুণকে জিম্বাবোয়ে সফরে পাঠাচ্ছে ভারত

   


। ৫ ম্যাচের টি-২০ সিরিজ। প্রত্যাশা মতোই ক্যাপ্টেন হলেন শুভমন গিল। যিনি বিশ্বকাপ টিমেই সুযোগ পাননি। জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল। শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। অতীতে রাহুল দ্রাবিড় দলের সঙ্গে না গেলে ভিভিএস লক্ষ্মণই কোচ হিসেবে গিয়েছিলেন। এবারও তাই হতে চলেছে বলেই খবর। জ়িম্বাবোয়ে সফরে শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ় শুরু ৬ জুলাই থেকে। সব ম্যাচই হারারেতে। ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৪ জুলাই। ১০ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু। ১০ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।