HomeSports Newsফাইনালের মহারণে ‘মেন অফ স্টিল’ সমর্থকদের জন্য বিশেষ উদ্যগ নিল ক্লাব

ফাইনালের মহারণে ‘মেন অফ স্টিল’ সমর্থকদের জন্য বিশেষ উদ্যগ নিল ক্লাব

- Advertisement -

ভারতীয় ফুটবলের (Indian Football) নতুন ইতিহাস গড়তে চলেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ক্লাব তাদের সমর্থকদের জন্য আয়োজন করছে এক বিশেষ ফ্যান পার্কের। ৩ মে, শনিবার, ভুবনেশ্বরে আয়োজিত কলিঙ্গ সুপার কাপের (Super Cup 2025) ফাইনালে জামশেদপুর এফসি (Jamshedpur FC) মুখোমুখি হবে এফসি গোয়ার (FC Goa)। এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে ধাতকিডিহ কমিউনিটি সেন্টার গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে ফ্যান পার্ক (Fan Park), যেখানে হাজারো সমর্থক একসঙ্গে ম্যাচ উপভোগ করতে পারবেন।

ফ্যান পার্কটি সকলের জন্য উন্মুক্ত এবং একেবারে বিনামূল্যে প্রবেশযোগ্য। সেখানে থাকবে একটি বিশাল LED স্ক্রিন এবং উন্নতমানের সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে সরাসরি ম্যাচ সম্প্রচার উপভোগ করতে পারবেন দর্শকরা। সন্ধ্যা ৭:৪৫ থেকে শুরু হবে অনুষ্ঠান, যা একদিকে ম্যাচের উত্তেজনা এবং অন্যদিকে প্রাক-ম্যাচ উদ্দীপনায় ভরপুর থাকবে।

   

জামশেদপুর এফসি-র জন্য এই ফাইনালটি এক বিশেষ উপলক্ষ, কারণ এটি ক্লাবের প্রথমবারের মতো কোনো বড় জাতীয় টুর্নামেন্টের ফাইনালে ওঠা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “আমাদের এই ঐতিহাসিক যাত্রায় আমরা আমাদের শহরের প্রত্যেক সমর্থককে সঙ্গী করতে চাই। তাই ফ্যান পার্ক সেই মিলনের মঞ্চ, যেখানে আবেগ, উৎসাহ এবং একাত্মতা মিলবে একসঙ্গে।”

ধাতকিডিহের ফ্যান পার্ক শুধু একটি ম্যাচ দেখার জায়গা নয়, বরং তা হয়ে উঠবে জামশেদপুরবাসীর গর্বের প্রতীক। ম্যাচ শুরু হওয়ার আগে থাকবে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন, স্থানীয় সংগীত ও নাচের পরিবেশনা, ফ্যান জোন, এবং ক্লাবের পুরনো মুহূর্তগুলো তুলে ধরা হবে ভিডিও প্রক্ষেপণের মাধ্যমে।

সমর্থকরা এই আয়োজনে অংশ নিয়ে শুধু ম্যাচ উপভোগই করবেন না, বরং এটি হবে তাঁদের দলের পাশে দাঁড়ানোর, তাঁদের উচ্ছ্বস এবং হাততালিতে ‘মেন অফ স্টিল’কে উৎসাহ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ফুটবলপ্রেমী শহর জামশেদপুরের জন্য এই ফ্যান পার্ক একটি মিলনমেলা হয়ে উঠতে চলেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই আয়োজনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই ফ্যান পার্ক নিয়ে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং বহু সমর্থক তাঁদের বন্ধু-পরিবার নিয়ে এই সন্ধ্যায় উপস্থিত থাকার পরিকল্পনা করছেন।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular